সহেলি মিত্র, কলকাতা : বকেয়া মহার্ঘ্য ভাতা বা DA ইস্যুতে ফের চাপ বাড়তে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের। এবার বিরাট পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি শুরু করলেন বাংলার বহু সরকারি কর্মী। এমনিতে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময় অর্থাৎ ২৭ জুনের মধ্যে বকেয়া ডিএ-র ২৫% দিতে ব্যর্থ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেইসঙ্গে শীর্ষ আদালতের কাছে সরকার আরও কিছু সময় চেয়েছে। এমনকি মামলায় যদি সরকার পক্ষ হেরে যায় তাহলে বকেয়া টাকা সুপ্রিম কোর্টে দেওয়ার দাবি জানানো হয়েছে। যাইহোক, এবার চরম পদক্ষেপ নিতে চলেছেন সরকারি কর্মীরা বলে খবর।
বিরাট পদক্ষেপ নেবেন সরকারি কর্মীরা!
এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন কর্মীরা কী সিদ্ধান্ত নেবেন? তাহলে জানিয়ে রাখি, যেহেতু পশ্চিমবঙ্গ সরকার সময়ের মধ্যে বকেয়া ডিএ মেটায়নি, সেজন্য এবার আদালত অবমাননার মামলার প্রস্তুতি শুরু করলেন সরকারি কর্মীরা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আর এই মামলা করবে সরকারি কর্মচারী সংগঠন ফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ।
প্রসঙ্গত, ১৬ মে সুপ্রিম কোর্ট ডিএ সংক্রান্ত মামলায় নির্দেশ দিয়েছিল, ২০০৯ থেকে ২০১৯ সালের মধ্যে রোপার অধীনে থাকা রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের যে পরিমাণ বকেয়া রয়েছে, তার ২৫ শতাংশ রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে আগামী ছয় সপ্তাহের মধ্যে। সেই সময়সীমা শেষ হয়েছে ২৭ জুন, শুক্রবার। আর এই ঘটনা স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়িয়েছে সরকারি আধিকারিকদের। ফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে সরকার যদি এই ডিএ দিতে ব্যর্থ হয় তাহলে আদালত অবমাননার মামলা করা হবে।
আরও পড়ুনঃ আজব কাণ্ড মালদায়! মহিলা নন, ৪ বছর ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন পুরুষ
মলয় মুখোপাধ্যায় বলেন, ‘‘আদালতের দেওয়া সময়সীমা শেষ হয়ে গিয়েছে। তা সত্ত্বেও রাজ্য সরকার সেই নির্দেশ মানেনি। তাই নিয়মানুযায়ী আমরা ডিএ মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে আরও সাত দিন সময় দিয়েছিলাম। কিন্তু ইমেলটি পাঠানোর পর রাজ্য সরকারের তরফে কোনও সদুত্তর না পেয়েই আমরা আগামী সপ্তাহের শুরুতেই সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করব। আমরা সেই প্রস্তুতি শুরুও করে দিয়েছি।’’
জুলাই মাসে ডিএ মামলার শুনানি?
সরকারি কর্মীরা আগামী জুলাইয়ের মধ্যে ডিএ মামলার শুনানি চাইছে। তবে সুপ্রিম কোর্টে পরবর্তী ডিএ মামলার শুনানি রয়েছে আগস্ট, ২০২৫-এ। বামপন্থী শিক্ষক সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল বলেন, ‘‘আমরা চেয়েছিলাম সুষ্ঠু ভাবে আদালতের নির্দেশ পালন করুক রাজ্য সরকার। কিন্তু মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের কাছে বিকল্প পথ রাখেননি। তাই বাধ্য হয়েই সরকারি কর্মচারী সংগঠনগুলি ফের আদালতে গিয়ে নির্দেশ অবমাননার মামলা করবে।’’ সেইসঙ্গে সরকারি কর্মীরা আগামী ৪ জুলাই পেন ডাউন কর্মসূচী পালন করবে। সব মিলিয়ে ডিএ ইস্যুতে রাজ্য সরকারের চাপ বাড়াতে কর্মীরা একপ্রকার আটঘাট বেঁধে যে নামছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |