সৌভিক মুখার্জী, কলকাতা: বিরাট সিদ্ধান্ত নিল এবার দেশের অন্যতম বড় পাবলিক সেক্টর ব্যাঙ্ক PNB। এবার থেকে সেভিংস অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্স না রাখলে আর কোনোরকম জরিমানা বা অতিরিক্ত চার্জ গুনতে হবে না। হ্যাঁ, এই নিয়ম গতকাল অর্থাৎ 1 জুলাই থেকেই কার্যকর হয়েছে।
ব্যাঙ্কের এই সিদ্ধান্তে যেমন সাধারণ গ্রাহকরা উপকৃত হবে, তেমনই ব্যাঙ্কিং ব্যবস্থায় আরও সচেতনতা আসতে পারে বলে মনে করছে বেশ কিছু বিশেষজ্ঞ। তবে হঠাৎ কেন এরকম নিয়ম আনা হল এবং আদতে কারা উপকৃত হবে? চলুন বিস্তারিত জেনে নিই আজকের প্রতিবেদনে।
কারা সব থেকে বেশি উপকৃত হবে?
PNB-র তরফ থেকে জানানো হয়েছে যে, এই সিদ্ধান্ত মূলত মহিলারা, কৃষকরা এবং স্বল্প আয়ের মানুষদের কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে। অনেক সময় আর্থিক দুর্বলতার কারণে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখা সম্ভব হয় না সাধারণ মানুষের পক্ষে। আর তাতেই কেটে নেওয়া হয় জরিমানা। আর এখন থেকে সেই চাপ আর থাকছে না। ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাঙ্কিং-র প্রতি আস্থা আরও বাড়বে।
এ বিষয়ে PNB-র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও অশোক চন্দ্র বলেছেন যে, এই সিদ্ধান্ত আমাদের অন্তর্ভুক্তিমূলক ব্যাঙ্কিং নীতিরই প্রতিফলন। আমরা চাই, সমস্ত শ্রেণীর মানুষ যাতে নির্ঝঞ্ঝাট ব্যাঙ্কের পরিষেবা গ্রহণ করতে পারে কোনোরকম আর্থিক চাপ ছাড়াই। তিনি আরও জানান যে, জরিমানা তুলে দেওয়ার মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের পাশে দাঁড়ানোর বার্তাই দিচ্ছি।
আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের নির্দেশ স্বত্বেও মেলেনি DA! এবার রাজ্য সরকারের বিরুদ্ধে বড় পদক্ষেপ কর্মীদের
আগে নিয়ম কেমন ছিল?
বলে রাখি, আগে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে নির্দিষ্ট নূন্যতম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক ছিল। আর যদি কেউ এই গড় ব্যালেন্স বজায় না রাখতেন, তাহলে তাকে মাস গেলে গুনতে হত মোটা অঙ্কের জরিমানা। এমনকি সেই অংক 50 থেকে 250 টাকা পর্যন্ত পৌঁছে যেত।
তবে এখন থেকে আর কোনোরকম জরিমানা ছাড়াই চালানো যাবে অ্যাকাউন্ট। ফলে আর্থিকভাবে দুর্বল মানুষরা আরও সহজে ব্যাঙ্কিং পরিষেবার আওতায় আসবে এবং গ্রাহকদের উপর আর্থিক চাপ অনেকটাই কমবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |