বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপেক্ষা শেষের পথে! শীঘ্রই দেশের বুক চিড়ে ছুটে চলবে প্রথম বুলেট ট্রেন। সেই মতোই এগোচ্ছে বহু প্রতীক্ষিত দিল্লি থেকে আহমেদাবাদ হাই স্পিড রেল প্রজেক্টের কাজ। আপাতত রিপোর্ট যা বলছে, দিল্লি থেকে আহমেদাবাদ পর্যন্ত এই বুলেট ট্রেন প্রকল্প একবার চালু হয়ে গেলে সাধারণ ট্রেনে আগে যেখানে 14 ঘন্টা সময় লেগে যেত, সেই সময়টাই কমে 3 থেকে 4 ঘন্টায় এসে দাঁড়াবে। হ্যাঁ, এবার দিল্লি থেকে আহমেদাবাদ যেতে সময় লাগবে মাত্র কয়েকটা ঘন্টা।
তৈরি হয়েছে ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট
সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দিল্লি থেকে আহমেদাবাদ পর্যন্ত প্রথম বুলেট ট্রেন প্রকল্পের হাই স্পিড রেল করিডোরের ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট তৈরি করা হয়ে গিয়েছে। সেই মতোই এবার কাজ চলবে ওই বুলেট ট্রেন রুটে।
335টি গ্রামের বুক চিড়ে ছুটবে বুলেট ট্রেন
একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দিল্লি থেকে আহমেদাবাদ পর্যন্ত বুলেট ট্রেন রুটে মোট 878 কিলোমিটার পথ অতিক্রম করবে ট্রেনটি। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, দিল্লি থেকে আহমেদাবাদ যাওয়ার পথে এই বুলেট ট্রেনটি তার গতিপথে অন্তত 657 কাটাবে রাজস্থানে।
হ্যাঁ, রাজস্থানের ভিতর থেকে অন্তত 335টি গ্রামকে অতিক্রম করে তবেই গন্তব্যে পৌঁছুতে হবে বুলেট ট্রেনটিকে। তবে চিন্তার কারন নেই! পূর্বের 14 ঘন্টার পথ এবার পার করা যাবে মাত্র 3 থেকে 4 ঘণ্টার মধ্যেই।
বলে রাখি, বুলেট ট্রেনটি তার যাত্রাকালে রাজস্থানের 7টি জেলা পারাপার করবে। পাশাপাশি রাজস্থানের অন্দরেই পার করতে হবে অন্তত 9টি স্টেশন। বলে রাখা ভাল, ট্রেনটির অধিকাংশ যাত্রা যেহেতু রাজস্থান দিয়েই তাই, বর্তমানে বুলেট ট্রেন প্রকল্পের রেল ট্র্যাক তৈরীর কাজ হাতে নিয়েছে রাজস্থানের যোধপুর রেলওয়ে ডিভিশন।
রাজস্থানে এই স্টেশন গুলিতে থামতে পারে বুলেট ট্রেন..
বেশ কয়েকটি রিপোর্ট খতিয়ে জানা গেল, বুলেট ট্রেনটি যেহেতু 350 কিলোমিটার বেগে তার যাত্রা পথের 75 শতাংশই রাজস্থানের মধ্যে কাটাবে, তাই রেলের তরফে এবার রাজস্থানে একাধিক স্টেশন তৈরির পরিকল্পনা করা হচ্ছে। সূত্রের যা খবর, বুলেট ট্রেনের জন্য রেলস্টেশন তৈরি করা হলে সে ক্ষেত্রে প্রথমেই নাম আসবে, উদয়পুরের। এরপর একে একে দুঙ্গারপুর, ভিলওয়াড়া, চিতোরগড়, আজমের, কিশেননগর, জয়পুর ও আলোয়ার মতো জায়গাগুলিতে স্টেশন তৈরির পরিকল্পনা চলছে বলেই খবর।
অবশ্যই পড়ুন: DA বেড়ে হতে পারে ৫৮%, বিরাট আপডেট সরকারি কর্মীদের জন্য
উল্লেখ্য, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুলেট ট্রেন প্রকল্পের যে ডিটেইলড প্রজেক্ট রিপোর্টের কথা বলেছেন তাতে মূলত দিল্লি থেকে বারাণসী, বারাণসী থেকে হাওড়া, দিল্লি থেকে চন্ডিগড়, চন্ডিগড় থেকে অমৃতসর ও চেন্নাই থেকে বেঙ্গালুরু-মাইসুরু রুটের উল্লেখ থাকবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |