বকেয়া ৩ বছরের কমিশন, রাজ্যের উপর চাপ বাড়িয়ে একাধিক দাবিতে সরব রেশন ডিলাররা

Published:

ration system, ration dealer
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: কমিশন বাড়ানো-সহ একাধিক দাবিতে সরব হলেন রেশন ডিলাররা। তাদের দাবি অবিলম্বে কমিশন বাড়ানোর ব্যবস্থা করতে হবে এবং তিন বছরের বকেয়া দাবি মেটানো সহ বেশ কয়েকটি দাবি তলান তাঁরা। আর তাতেই বেশ চাপের মুখে পড়েছে রাজ্য সরকার। সামনেই বিধানসভা নির্বাচন। তাই প্রশ্ন উঠছে তবে কি এবার রেশন ডিলারদের সমস্ত দাবি মানতে বাধ্য রাজ্য সরকার।

১৬তম রাজ্য সম্মেলন ডিলারদের!

জানা গিয়েছে, গত রবিবার অর্থাৎ ২৯ জুন দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশনের ১৬তম রাজ্য সম্মেলন শুরু হয়েছিল। দু’দিন ধরে চলা এই সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সন্তোষ গোস্বামী। রেশন ডিলারদের একাধিক অভিযোগ উঠে আসে এই সম্মেলনের মাধ্যমে। শেষে গত সোমবার, সম্মেলনের শেষের মুখে কমিশন বৃদ্ধির দাবিতে সরব হন সদস্যরা।

এখনও বাকি তিন বছরের কমিশন!

আসলে মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছিলেন যে, অতিরিক্ত এককালীন কমিশন হিসেবে প্রতি দোকানদারকে প্রায় ১০ হাজার টাকা দিতে হবে। কিন্তু ২০২২ সালের আগস্ট থেকে পাঁচ হাজার টাকা করে রেশন ডিলারদের দেওয়া হচ্ছে। বাকি পাঁচ হাজার তাঁদের হাতে আসছে না। তাই এবার সেই তিন বছরের বকেয়া কমিশন দাবি করেছেন রেশন ডিলার সংগঠনের সদস্যরা। এই সম্মেলনের মাধ্যমে মোট ১৮ দফা দাবিতে সরব হয়েছেন তাঁরা।

এছাড়াও এদিন সেই সম্মেলনে, রেশন ডিলাররা দাবি করেন যে, রাজ্য সরকারের দুয়ারে রেশন বণ্টনের জন্য বর্তমানে কুইন্টাল প্রতি ৭৫ টাকা করে কমিশন দেয় রাজ্য সরকার। কিন্তু একজন ডিলারের পক্ষে তা কোনওভাবে যথেষ্ট নয়। তাই রেশন দোকান বাঁচানোর স্বার্থে এবং ডিলারদের আয় সুনিশ্চিত করার লক্ষ্যে কমিশন বাড়িয়ে কুইন্টাল প্রতি ৩০০ টাকা করার দাবি তোলা হয় সম্মেলনে।

আরও পড়ুন: ৫ জেলায় ব্যাপক বৃষ্টির সতর্কতা বঙ্গে! বইবে ৪০ কিমি বেগে ঝড়, আগামীকালের আবহাওয়া

হ্যান্ডলিং লস নিয়েও বড় দাবি

এই প্রসঙ্গে সংগঠনের মালদহ জেলার সভাপতি অসিত সাহা দাবি করেছেন যে, “আমাদের দাবি শুধু কমিশন বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয়। পাশাপাশি ‘হ্যান্ডলিং লস’-এর পরিমাণও বাড়াতে হবে। এখন আমাদের যে কোনও প্রকার রেশন সামগ্রীর ক্ষেত্রে কুইন্টাল প্রতি মাত্র ২০০ গ্রাম হ্যান্ডলিং লস দেওয়া হয়। এবার সেই হ্যান্ডলিং লস দু’শো গ্রাম বাড়িয়ে ন্যূনতম এক কেজি করতে হবে।” তবে এখনো রাজ্যের খাদ্য দপ্তরের তরফ থেকে কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join