মিটবে ইন্টারনেটের সমস্যা, ৫০ টাকারও কম খরচে আনলিমিটেড ডেটা দিচ্ছে Jio

Published on:

Know about Jio 49 unlimited data plan

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio তাদের গ্রাহকদের এবার মুক্ত হস্তে ডেটা প্রদান করছে! কেন বলছি?

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

Airtel এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বি টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio তাদের ডেটা অ্যাড অন রিচার্জ প্ল্যানের সেগমেন্টে মাত্র 50 টাকারও কম দামে হাই স্পিড ডাটা প্যাক রেখেছে!

যা একবার রিচার্জ করে নিলে, ইন্টারনেট সংক্রান্ত সমস্যা নিয়ে আর মাথা চুলকাতে হবে না! সেই সাথেই রইল Jio-র আরও বেশ কিছু আকর্ষণীয় ডেটা প্ল্যানের বিবরণ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

Jio 69 Data Add On Plan

ভারতের সবচেয়ে বড় টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio তাদের গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে মাত্র 69 টাকায় একটি আকর্ষণীয় ডেটা অ্যাড অন প্ল্যান রেখেছে।

এই প্ল্যানটি একবার রিচার্জ করে নিলে আগামী 7 দিন পর্যন্ত মোট 6GB ইন্টারনেট পেয়ে যাবেন গ্রাহক। বলে রাখি, 69 টাকায় 14 দিনের বৈধতা যুক্ত আনলিমিটেড প্ল্যানও রেখেছে Jio, তবে তা শুধুমাত্র JioPhone ব্যবহারকারীদের ক্ষেত্রে।

মাত্র 49 টাকায় আনলিমিটেড ডেটা

অনেকেই হয়তো জানেন না ভারতের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio তাদের রিচার্জ প্ল্যান সেগমেন্টে মাত্র 49 টাকায় একটি আকর্ষণীয় ডেটা প্ল্যান রেখেছে। যেখানে একদিনের জন্য আনলিমিটেড ইন্টারনেট পেয়ে যাবেন গ্রাহক। কাজেই সীমাহীন ইন্টারনেটের প্রয়োজন হলে এই প্ল্যানটি সেরা বিকল্প হতে পারে।

অবশ্যই পড়ুন: ভারতের নিষেধাজ্ঞাই হল কাল! চারমুখী সংকটে বিরাট ক্ষতি বাংলাদেশের রপ্তানি ব্যবসায়

Jio-র অন্যান্য ডেটা অ্যাড অন প্ল্যান

69 টাকার ডেটা প্যাক ছাড়াও Jio তাদের ডেটা প্ল্যানের সেগমেন্টে 62 টাকায় 28 দিনের বৈধতা যুক্ত 6GB ডেটা, 29 টাকায় 2 GB ডেটা প্যাক, 26 টাকায় 28 দিনের বৈধতা যুক্ত Jio Phone এর অ্যাড অন প্ল্যানের মতো একাধিক ডেটা প্ল্যানের অফার রেখেছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group