১২,৫০০ টাকা বিনিয়োগ করে ১.০৩ কোটি রিটার্ন! বিরাট অফার দিচ্ছে PPF

Published on:

PPF

সৌভিক মুখার্জী, কলকাতা: যারা সঞ্চয় করতে ভালোবাসেন এবং ভবিষ্যতের জন্য চিন্তামুক্ত থাকতে চান, তাদের জন্য আজকের প্রতিবেদনটি। ব্যাঙ্কের সুদের হার যখন ধীরে ধীরে কমে আসছে, ঠিক তখনই সরকারি প্রকল্প চমক দিচ্ছে, এমনকি করছাড় সহ। হ্যাঁ, আমরা বলছি পাবলিক প্রভিডেন্ট ফান্ডের (PPF) কথা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কোটিপতি বানিয়ে দেবে PPF

আসলে বিনিয়োগের ক্ষেত্রে সহজ পদ্ধতি হল 25 বছরের কৌশল। কারণ, এই কৌশলে আপনি প্রতি মাসে 12,500 টাকা করে যদি বিনিয়োগ করতে পারেন, তাহলে বছরে আপনার বিনিয়োগ দাঁড়াবে 1.5 লক্ষ টাকা। আর 25 বছর শেষে আপনি পাবেন প্রায় 1.03 কোটি টাকা, যার মধ্যে সুদ হবে শুধুমাত্র 65 লক্ষ টাকা। মানে ভাবতে পারছেন! 

এখন কী হারে সুদ দেওয়া হচ্ছে এই স্কিমে?

বলে রাখি, বর্তমানে PPF-এ বার্ষিক 7.1% হারে সুদ পাওয়া যাচ্ছে। আর এই সুদ কমপাউন্ড ইন্টারেস্ট হিসেবেই দেওয়া হয়, অর্থাৎ চক্রবৃদ্ধি হারে। অর্থাৎ, আপনি শুধুমাত্র আসল নয়, বরং সুদের উপর সুদ পাবেন। আর এটিই PPF-র মূল বৈশিষ্ট্য।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বিনিয়োগের পরিমাণ এবং সময়সীমা

জানিয়ে রাখি, এই স্কিমে বছরে সর্বনিম্ন 500 টাকা এবং সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। প্রাথমিকভাবে 15 বছর মেয়াদ হয়। তবে পরে পাঁচ বছর করে দুই দফায় মেয়াদ বাড়ানো যায়। অর্থাৎ, সর্বাধিক 25 বছর পর্যন্ত এই স্কিমের মেয়াদ হয়।

আর যারা মাসে 12,500 টাকা দিতে পারেন না, তাদের জন্য থাকছে বিকল্প রাস্তা। কারণ আপনি যদি মাসে মাত্র 4585 টাকা করেও এই স্কিমে বিনিয়োগ করেন, তাহলে 35 বছরে আপনি 1 কোটি টাকার মালিক হয়ে যাবেন। ফলে স্বল্প বিনিয়োগে যে ভবিষ্যতে বিরাট অংকের ফান্ড গড়ে উঠছে, তা হাতেনাতে দেখিয়ে দিচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড। 

আরও পড়ুনঃ ৮.০৫% সুদ, RBI-র এই বন্ড বিনিয়োগের সেরা ঠিকানা

থাকছে কর ছাড়ের সুবিধা

PPF স্কিমে আপনি ধাপে ধাপে কর ছাড়ের সুবিধাও পাবেন। কারণ, বিনিয়োগের সময়ে ধারা 80C অনুযায়ী 1.5 লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ করছাড় মেলে, তারপর প্রাপ্ত সুদের উপরেও কোনোরকম কর বসানো হয় না এবং ম্যাচিউরিটির পর প্রাপ্ত সম্পূর্ণ টাকাও পুরো ট্যাক্স ফ্রি। তাই যারা ভবিষ্যতের জন্য চিন্তা করেন এবং বিনিয়োগের সঠিক রাস্তা খুঁজছেন, তাদের জন্য PPF হতে পারে এক্কেবারে সেরা বিকল্প।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group