ফিক্সড ডিপোজিট, পোস্ট অফিস চুনোপুঁটি! বিনিয়োগের সেরা ঠিকানা এই সরকারি স্কিম

Published on:

PPF Scheme

সৌভিক মুখার্জী, কলকাতা: মুদ্রাস্ফীতির চাপে পড়ে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্তরা বিনিয়োগের পথে এখন পা বাড়াচ্ছে। তবে এই সুযোগে পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) হয়ে উঠেছে সবার কাছে সোনার হিরে! কারণ এই স্কিম এক দিক থেকে যেমন নিরাপদ, তেমন অন্যদিকে চড়া হারে সুদ এবং করছাড়ের সুবিধা দিচ্ছে। এমনকি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটগুলোকেও টেক্কা দিচ্ছে এই স্কিম।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

PPF হার মানাচ্ছে ফিক্সড ডিপোজিটকে

দেশের বহু মানুষ এখনও ফিক্সড ডিপোজিটকেই নিরাপদ বিনিয়োগের বিকল্প হিসেবে ভেবে থাকে। তবে আপনি কি জানেন, বর্তমানে বাজারে যেখানে ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ 6.5 থেকে 7% হারে সুদ দেওয়া হচ্ছে, সেখানে পোস্ট অফিসের PPF স্কিমে মিলছে 7.1% সুদ? 

বলে রাখি, PPF সম্পূর্ণ করমুক্ত একটি স্কিম। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে প্রায় 30% মূলধন করের আওতায় পড়ে। হ্যাঁ, সেক্ষেত্রে বিনিয়োগ করলে মাত্র 4.9% মতো বলতে গেলে রিটার্ন আসে। আর এই জায়গায় দাঁড়িয়ে PPF-র রিটার্ন 10.14% পর্যন্ত পৌঁছতে পারে। এমনই জানাচ্ছে বেশ কিছু বিশেষজ্ঞ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কাদের জন্য সেরা বিকল্প এটি?

PPF শুধুমাত্র সেভিংসের জন্য নয়, বরং করছাড়ের সুবিধা জন্য তালিকার প্রথম সারিতে অবস্থান করছে। কারণ এখানে ধারা 80C-র আওতায় 1.5 লক্ষ টাকা পর্যন্ত বছরে সম্পূর্ণ করছাড় পাওয়া যায়। পাশাপাশি এই স্কিমে EEE স্ট্যাটাস রয়েছে। অর্থাৎ বিনিয়োগ, সুদ এবং রিটার্নের টাকা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। 

আরও পড়ুনঃ এক চার্জেই ১২৩ কিমি! সস্তায় ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল TVS

দীর্ঘমেয়াদে হয়ে যাবেন কোটিপতি

বলে রাখি, PPF-র মেয়াদ 15 বছর। তবে এখানে দু’বার করে মেয়াদ বাড়ানো যায়। সেক্ষেত্রে মোট 25 বছর মেয়াদ করা যায়। এবার যদি আপনি 12,500 টাকা করে মাসে বিনিয়োগ করেন, তাহলে 25 বছর পর আপনি পেতে পারেন প্রায় 1.03 কোটি টাকার ফান্ড। 

তবে বলে রাখি, এই স্কিমে প্রতি মাসে ন্যূনতম 500 টাকা বিনিয়োগ করতে হয় এবং মাসে সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। এমনকি সাত বছর পর আংশিক টাকা তোলার সুযোগ থাকে এবং সরকার অনুমোদিত সম্পূর্ণ নিরাপদ স্কিমটি। তাই ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকলে আজই বিনিয়োগ করুন এই স্কিমে এবং চিন্তামুক্ত থাকুন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group