সৌভিক মুখার্জী, কলকাতা: বয়সের চাপে ধীরে ধীরে কর্মক্ষমতা কমে আসে। আর তখন দরকার হয় আর্থিক নিরাপত্তা। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে অটল পেনশন যোজনা। হ্যাঁ, এই স্কিমে সামান্য বিনিয়োগেই প্রতি মাসে 5000 টাকা করে পেনশন পাওয়া যায়। আর যদি স্বামী-স্ত্রী দুজন মিলে একসঙ্গে এই স্কিমে যুক্ত হওয়া যায়, তাহলে মাস গেলে 10,000 টাকা নিশ্চিত আয় করা যায়।
কী এই অটল পেনশন যোজনা?
2015 সালে এই স্কিমটি চালু হয়েছিল। এই স্কিমের মূল লক্ষ্য হল দেশের অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের অবসর সময়ে আর্থিক নিশ্চয়তা প্রদান করা। আর 60 বছর বয়স পেরোলেই এই মাসিক পেনশন শুরু হয়। পাশাপাশি এখানে আপনি নিজের সুবিধা মতো 1000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত মাসিক পেনশন বেছে নিতে পারেন।
কারা আবেদন করতে পারবেন?
যেমনটা জানা যাচ্ছে, এই স্কিমে যোগদান করতে গেলে ন্যূনতম 18 বছর বয়স লাগে এবং সর্বোচ্চ বয়স লাগে 40 বছর। তবে হ্যাঁ, আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে এবং যাদের পিএফ বা অন্য কোনও সরকারি পেনশন স্কিমে নাম নেই, তারাই একমাত্র এই স্কিমের জন্য উপযুক্ত।
মাসে কত টাকা জমাতে হবে?
যদি এই স্কিমে 18 বছর বয়স থেকে বিনিয়োগ করেন, তাহলে প্রতি মাসে 210 টাকা জমা দিতে হবে। একইভাবে 25 বছর বয়সে বিনিয়োগ করলে 376 টাকা, 30 বছরে বিনিয়োগ করলে প্রতি মাসে 577 টাকা, 35 বছর বয়সে বিনিয়োগ করলে প্রতি মাসে 902 টাকা এবং 39 বছর বয়সে বিনিয়োগ করলে প্রতি মাসে 1318 টাকা করে জমা দিতে হবে।
কীভাবে এই স্কিমে নাম নথিভুক্ত করবেন?
এই স্কিমে নাম লেখাতে গেলে অবশ্যই নিজের ব্যাঙ্কে যেতে হবে, যেখানে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। সেখানে গিয়ে আগে ই-কেওয়াইসি সম্পন্ন করতে হবে। এরপর নিজের বয়স এবং সুবিধা অনুযায়ী মাসিক পেনশনের অপশন বেছে নিতে হবে। তারপর ব্যাঙ্কের কর্মী আপনার আবেদন গ্রহণ করবে এবং একটি রশিদ দেবে। এরপর অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে প্রিমিয়াম কেটে নেওয়া হবে।
আরও পড়ুনঃ আধার ও প্যান কার্ড থাকলেই বাজিমাত! ঘরে বসে ৫ মিনিটেই মিলবে ইনস্ট্যান্ট লোন
কী কী সুবিধা রয়েছে এই স্কিমে?
প্রথমত, এই স্কিমে নির্দিষ্ট বয়সের পর গ্যারান্টি সহ মাসিক পেনশন পাওয়া যায়। দ্বিতীয়ত, এটি সরকারি স্কিম হওয়ায় সম্পূর্ণ ঝুঁকিমুক্ত এবং নিরাপদ। তৃতীয়ত, স্বল্প বিনিয়োগে বড় অহংকার রিটার্ন পাওয়া যায় এই স্কিমে। এছাড়া স্বামী-স্ত্রী উভয়ের জন্য যৌথ সুবিধা থাকছে। তাই ভবিষ্যতের জন্য আর্থিক নিরাপত্তা চাইলে অবশ্যই এই স্কিমে নিজের নাম লিখে ফেলুন এবং নিশ্চিন্ত থাকুন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |