১০১ রানে ১ উইকেট থেকে ১০৮ এ ৮! বাংলাদেশের দম্ভ ঘুঁচিয়ে দিল শ্রীলঙ্কা

Published on:

Dramatic turn in Bangladesh vs Sri Lanka match, Bangladesh loses in first ODI

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শ্রীলঙ্কার 10 উইকেট ভেঙে জয়ের স্বপ্ন দেখেছিল মেহেদী হাসান মিরাজের বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত টাইগারদের বুকে তীর বসালো লঙ্কানরাই। আসলে, বাংলাদেশের দাপুটে কিন্তু খাপছাড়া বোলিংয়ের সামনে নিঃশ্বাস চেপে 245 রানের লক্ষ্য বাঁধে শ্রীলঙ্কা। লক্ষ্যটা আরও কিছুটা বেশি হতে পারত যদি না, ওপার বাংলার ছেলেরা বল হাতে উইকেট তোলার লড়াইয়ে এগিয়ে না থাকতো।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তবে শেষ পর্যন্ত যা হওয়ার তাই হয়েছে। 244 রান করে বাংলাদেশকে 245 রানের চ্যালেঞ্জ দেয় লঙ্কান বাহিনী। সেই মতোই ব্যাট করতে নেমে 1 উইকেটে 100 রান থেকে দাবানলের গতিতে উইকেট হারিয়ে কার্যত ভেঙে পড়ে ওপার বাংলার বাঘেরা। যার জেরে বাংলাদেশের দম্ভ ধুলোয় মিশিয়ে 77 রানে সহজ জয় তুলে নেয় শ্রীলঙ্কা। তবে সবচেয়ে মজার বিষয়, এই ম্যাচের নাটকীয় মোড়। অর্থাৎ 1 উইকেটে 100 রান করা বাংলাদেশ মাত্র 5 রান বাড়িয়ে, এক কথায় 105 রানে 8 উইকেট খুইয়ে দেয়। আর সেখানেই ভেঙে পড়ে মিরাজদের জয়ের স্বপ্ন।

100 রানে 1 উইকেট থেকে 105 এ 8 উইকেট

লঙ্কানদের বিরুদ্ধে তখন ব্যাট উঁচিয়ে শশাচ্ছে বাংলাদেশ। 16 ওভার পর্যন্ত রানের গতি কিছুটা অব্যাহত রাখার পরই 16.2 ওভারে 100 রানে প্রথম উইকেট হারায় ওপার বাংলা টাইগাররা। তবে আশা ছিল এরপর থেকে আর উইকেট পড়তে দেওয়া যাবে না! কিন্তু তেমনটা হল কই? নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে লিটন দাস, তানজিদ হাসান, তামিম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব সহ তাসকিন আহমেদরা ঝড়ের গতিতে উইকেট হারান।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

তবে সবচেয়ে নাটকীয় দৃশ্য ছিল, মাত্র 5 রানের ব্যবধানে পরপর 7 উইকেট পড়ে যায় বাংলাদেশের। হ্যাঁ, 100 রানে 1 উইকেট হারানো বাংলাদেশ 105 রানে 8 উইকেটে পৌঁছয়। যা ওপারের সমর্থকদের জন্য সত্যিই লজ্জার। এদিকে 20.5 ওভার তথা 25 বলের ব্যবধানে 7 উইকেট সংগ্রহ করা শ্রীলঙ্কার জয়ের আশাটা ক্রমশ চওড়া হচ্ছিল। শেষমেষ যা হওয়ার তাই হল। 35.5 ওভারেই খেলা নিজেদের দিকে ঘুরিয়ে নিল শ্রীলঙ্কা। অপরদিকে 245 রানের লক্ষ্য তাড়া করতে মাঠে আসা বাংলাদেশ ফুটল 167 রানেই।

অবশ্যই পড়ুন: লাইনে দাঁড়ানো, দৌড়ঝাঁপের দিন শেষ! এবার পাসপোর্ট বানাতে আপনার বাড়িতে আসবে ভ্যান

উল্লেখ্য, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম দিনেই বাংলাদেশের এমন দৈন্যদশা মেনে নিতে পারছেন না ওপারের ভক্তরা। প্রশ্ন উঠছে, বোলিংয়ে কিছুটা স্বস্তি ফেরালেও ব্যাটিং বিপর্যয়ের কারণেই লঙ্কানদের কাছে মুখ পুড়লো ওপার বাংলার ছেলেদের। তাই আপাতত দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর আশা ধরে রাখা ছাড়া আর দ্বিতীয় কোনও বিকল্প নেই ওপারের টাইগারদের।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group