২০২৫-এ রাখি পূর্ণিমা কবে? দেখে নিন তারিখ, তিথি, সময়সূচি ও শুভ মুহূর্ত

Published:

Raksha Bandhan 2025
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: পৃথিবীতে সবথেকে নিঃস্বার্থ ভালোবাসা মনে হয় ভাই-বোনের মধ্যেই হয়ে থাকে! হ্যাঁ, প্রতিবছর সেই বন্ধনকে উদযাপন করতে দেশজুড়ে পালিত হয় রাখি বন্ধন বা রক্ষা বন্ধন! তবে এবার 2025 সালে রাখি বন্ধন কবে পড়ছে? শুভ সময় বা পূর্ণিমা কখন লাগছে? আর কখনই বা রাখি পড়ানোর আদর্শ সময়? চলুন সবটা জানিয়ে দিচ্ছি আজকের এই প্রতিবেদনে।

রাখি বন্ধন আসলে কী?

রাখি বন্ধন কথার অর্থ হল রক্ষার বন্ধন। এদিনে বোনরা ভাইয়ের হাতে রাখি বেঁধে থাকে। আর এর মাধ্যমে তারা ভাইয়ের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে। ভায়েরা প্রতিশ্রুতি দেয় যে, তারা সব সময় বোনের পাশে থাকবে এবং তাদের সুরক্ষা দেবে। আর এই উৎসব শুধুমাত্র সুতোর মাধ্যমেই সীমাবদ্ধ নয়, বরং ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধারও প্রতীক।

পুরাণে কথিত রয়েছে, দ্রৌপদী যখন শ্রীকৃষ্ণের আঙুল কেটে যাওয়ার পর নিজের শাড়ির একটি টুকরো ছিড়ে আঙ্গুলে বেঁধে দিয়েছিল, ঠিক তখন কৃষ্ণ তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে, বিপদের সময় তিনি সবসময় তার পাশে থাকবে। আর সেই দৃষ্টান্ত থেকেই এই রাখি বন্ধনের মূল ভাবনার ভিত্তি।

কীভাবে পালন করা হয় রাখি বন্ধন?

রাখি বন্ধনে মূলত একটি ছোট্ট থালায় রাখি, ধান-দূর্বা, মিষ্টি আর প্রদীপ সাজানো হয়। আর বোনেরা ভাইয়ের কপালে ধান-দুর্বা ছুঁইয়ে আরতি করে রাখি হাতে রাখি বেঁধে দেয়। আর ভাইয়েরা বোনদেরকে গিফট বা অন্য কিছু উপহার দেয়। আর প্রতিশ্রুতি দেয় আজীবন সুরক্ষার ও পাশে থাকার।

পশ্চিমবঙ্গে রাখি বন্ধন একটু অন্য অঙ্গভঙ্গিতে পালিত হয়। হ্যাঁ, বাংলায় একে বলা হয় ঝুলন পূর্ণিমা। এদিন রাধা কৃষ্ণের আরাধনা করা হয়। তবে মহারাষ্ট্রের কোলি সম্প্রদায়ে এটিকে নারালি পূর্ণিমা নামেই আখ্যায়িত করা হয়। এদিন সমুদ্রে নারকেল উৎসর্গ করে মৎস্যজীবীরা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন।

আরও পড়ুনঃ বকেয়া ২৫% DA-র সাথে জুড়ল SSC Scam! রাজ্যকে পাল্টা চাপ কর্মীদের

কবে পড়ছে রাখি বন্ধন 2025?

বেশ কয়েকটি নথি এবং পঞ্জিকা ঘেঁটে জানা যাচ্ছে, এবছর অর্থাৎ, 2025 সালে রাখি বন্ধন পড়ছে 9 আগস্ট বা শনিবার। আর শুভ সময় অনুযায়ী, সকাল 5:47 মিনিট থেকে দুপুর 1:24 মিনিট পর্যন্ত রাখি বাঁধার একেবারে আদর্শ সময়। 

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join