ক্ষমতা ছেড়েছেন মার্কেজ, ভারতীয় দলের দায়িত্ব নিতে পারেন মোহনবাগানের প্রাক্তন কোচ

Published on:

Former Mohun Bagan coach could become New Indian football team coach

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কার্যত গাড্ডায় পড়েছে ভারতীয় ফুটবল। হামজার বাংলাদেশের সাথে ড্র ম্যাচের পর হংকংয়ের মতো দলের কাছে পরাজয় দিয়ে মুখ পুড়িয়েছেন সুনীল ছেত্রীরা। তবে জাতীয় দলের এমন ব্যর্থতার নেপথ্যে যাঁকে সর্বপ্রথম কাঠগড়ায় উঠতে হয়েছে তিনি হলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন কোচ মানালো মার্কেজ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

হ্যাঁ, আসলে প্রাক্তন বলছি কারণ ইতিমধ্যেই ভারতীয় ফুটবল ফেডারেশনের সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে তাঁর। হংকং দলের বিরুদ্ধে হারের পরই জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নিজেই। তাই আপাতত মাথার ছাদ হারিয়ে ধুঁকতে হচ্ছে ভারতীয় ফুটবল দলকে। যদিও মার্কেজের সাথে সম্পর্কের বাঁধন ছেড়ার পরই নতুন কোচ খুঁজতে ময়দানে নেমে পড়েছে ফেডারেশনের কার্যকর কমিটি।

নিজে থেকেই ভারতীয় দলের দায়িত্ব ছাড়লেন মার্কেজ

বুধবার ফেডারেশনের কার্যকর কমিটির বৈঠকে মানালো মার্কেজের সাথে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় AIFF। তবে সূত্রের খবর, হংকং দলের কাছে হারের পর ফেডারেশনকে চূড়ান্ত ইস্তফা পত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন মানালো। সেই সূত্র ধরেই অবশেষে মার্কেজের সাথে ফেডারেশনের সম্পর্কের বন্ধন ছিঁড়ল আনুষ্ঠানিকভাবেই। যদিও মার্কেজের দায়িত্ব ছাড়ার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে ভারতীয় দলের নতুন কোচ কে হবেন?

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অবশ্যই পড়ুন: ১০১ রানে ১ উইকেট থেকে ১০৮ এ ৮! বাংলাদেশের দম্ভ ঘুঁচিয়ে দিল শ্রীলঙ্কা

কে হবেন ভারতীয় ফুটবল দলের নতুন কোচ?

ভারতীয় ফুটবল ফেডারেশনের সহ সচিব জানিয়েছেন, বহু আগেই AIFF ও মানালো মার্কেজের পারস্পরিক সম্পর্ক ভেঙে গিয়েছিল। ফলত, শেষ পর্যন্ত যা হওয়ার তাই হয়েছে। তবে মার্কেজ কোচের পদ থেকে সরে যাওয়ার পর এবার নতুন কোচ খোঁজার কাজ শুরু করে দিয়েছে ফেডারেশনের কার্যকর কমিটি। ওই ফেডারেশন কর্তা বলেন, খুব শীঘ্রই নতুন কোচের জন্য বিজ্ঞাপন দেওয়ার কাজ শুরু হয়ে যাবে।

তবে ওই কর্তার কথায় একটা বিষয় একেবারে জলের মতো স্পষ্ট হয়ে গিয়েছে, আর তা হল, আর যাই হোক মার্কেজের পারফরমেন্সে একেবারেই সন্তুষ্ট ছিলেন না ফেডারেশন কর্তারা। যদিও শোনা যাচ্ছে, মার্কেজের পর সুনীলদের দায়িত্ব নেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সঞ্জয় সেন। এই ব্যক্তিই মোহনবাগানকে আই লিগ জিতিয়েছিলেন। তাছাড়াও বহু আগে থেকেই ভারতীয় ফুটবল দলের কোচ হওয়ার দৌড়ে উঠে আসছিল খালিদ জামিলের নাম। আপাতত যা খবর, হয়তো দেশের কোনও মহারথীকেই জাতীয় ফুটবল দলের দায়িত্ব দেবে ফেডারেশন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group