প্রতিমাসে ৯০০০ টাকা নিশ্চিত আয়, ফিক্সড ডিপোজিটকেও হার মানাবে এই স্কিম

Published on:

POMIS

সহেলি মিত্র, কলকাতাঃ চাকরি করার পাশাপাশি উপার্জনের আরও একটা ভালো উৎস খুঁজছেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। আজ আপনাকে এমন একটি প্রকল্প সম্পর্কে তথ্য দেব যেখানে আপনি সামান্য কিছু টাকা বিনিয়োগ করে মাসে মাসে ৯০০০ টাকা অবধি আয় করতে পারবেন। আবার যেখানে আপনার টাকা ডুবে যাওয়ারও কোনো ভয় থাকবে না। আজ কথা হচ্ছে পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্প বা POMIS নিয়ে। যেখানে আপনি ন্যূনতম ১০০০ টাকা দিয়ে বিনিয়োগ করতে পারবেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

POMIS কী?

এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে এই POMIS কী? এটি হল ডাকঘরের মাসিক আয় প্রকল্প। এটিকে সরকারও সমর্থন করে। এতে বিনিয়োগ করে আপনি প্রতি মাসে নিয়মিত উপার্জন করতে পারবেন। তাও কিনা ৯০০০ টাকা মতো, অঙ্কটা নেহাতই কম না কিন্তু। এখানে জানিয়ে রাখি, পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পে সর্বনিম্ন জমার পরিমাণ ১,০০০ টাকা। এটি ১০০০ টাকার গুণিতকে বিনিয়োগ করা যেতে পারে। সিঙ্গেল অ্যাকাউন্টের জন্য সর্বোচ্চ জমার সীমা ৯ লক্ষ টাকা।

আরও পড়ুনঃ ফিক্সড ডিপোজিট, পোস্ট অফিস চুনোপুঁটি! বিনিয়োগের সেরা ঠিকানা এই সরকারি স্কিম

ডুয়েল অ্যাকাউন্টের জন্য সর্বোচ্চ জমার সীমা ১৫ লক্ষ টাকা। এই প্রকল্পের মেয়াদ ৫ বছর। সরকার সময়ে সময়ে এই স্কিমের সুদের হার পর্যালোচনা করে। বর্তমানে, এই স্কিমের সুদের হার ৭.৪ শতাংশ। যে কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তি POMIS-এ একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। সর্বাধিক তিনজন ব্যক্তি একটি যৌথ অ্যাকাউন্ট খুলতে পারেন। একজন অভিভাবক একজন নাবালকের পক্ষে POMIS অ্যাকাউন্ট খুলতে পারেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

প্রতি মাসে আয় করুন ৯০০০ টাকা

এই স্কিমে, একটি সিঙ্গেল অ্যাকাউন্টে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা জমা করার অনুমতি রয়েছে। এই জমা থেকে প্রতি মাসে ৫,৫৫০ টাকা আয় করা যাবে। একটি যৌথ বা ডুয়েল অ্যাকাউন্টে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা জমা করার অনুমতি রয়েছে। এর ফলে প্রতি মাসে ৯,২৫০ টাকা আয় হবে। এই স্কিমের রিটার্ন ৫ বছরের জন্য নির্দিষ্ট।

সুদের আয়ের উপর কর

বিনিয়োগকারীদের জানা গুরুত্বপূর্ণ যে এই প্রকল্প থেকে প্রাপ্ত সুদ আয়করের আওতায় আসে। এর অর্থ হল, যদি কোনও ব্যক্তির আয় অব্যাহতি সীমার বেশি হয়, তাহলে তাকে POMIS প্রকল্পের সুদের আয়ের উপর কর দিতে হবে। যদি কোনও ব্যক্তির অন্য কোনও আয় না থাকে, তাহলে এই প্রকল্প থেকে প্রাপ্ত আয় করের আওতায় আসবে না। এই স্কিমে জমা দেওয়ার পর, যদি কোনও কারণে আপনি টাকা তুলতে চান, তাহলে আপনি কেবল এক বছর পরেই তা তুলতে পারবেন। এর জন্য আপনাকে জরিমানা দিতে হবে।

বি.দ্র – এখানে একটি জিনিস বলে রাখি, কোনওরকম আর্থিক বিনিয়োগের জন্য Indiahood.in কাউকে উৎসাহিত করে না। কোথাও বিনিয়োগ করে যদি আর্থিক ক্ষতির মুখে পড়েন তাহলে সেটার জন্য দায়ী থাকবে না Indiahood.in। ফলে বুঝেশুনে বিনিয়োগ করুন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group