বিক্রম ব্যানার্জী, কলকাতা: বদলে গেল ইস্টবেঙ্গলের ডুরান্ড কাপের কৌশল। প্রথমদিকে ভাবা হয়েছিল হয়তো বিদেশি ফুটবলারদের নিয়ে ডুরান্ডের ময়দানে নামবে না লাল হলুদ। শুধু তাই নয়, ইস্টবেঙ্গল আদৌ ডুরান্ড কাপ খেলবে কিনা সেই বিষয়েও ছিল গভীর সংশয়। তবে আপাতত কেটেছে দুশ্চিন্তা। ডুরান্ড কাপ কর্তৃপক্ষকে ইস্টবেঙ্গল সাফ জানিয়ে দিয়েছে, তারা ডুরান্ড কাপে নামবে।
এমতাবস্থায়, প্রশ্ন উঠছে ডুরান্ড কাপে নামলেও বিদেশিদের কি খেলাবে মশাল বাহিনীর ম্যানেজমেন্ট? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যখন ভক্তদের কাল ঘাম ছুটছে, ঠিক সেই আবহে কোচ অস্কার ব্রুজোর সাথে দীর্ঘ আলোচনার পর অবশেষে দুই বিদেশি তারকাকে ডুরান্ড কাপে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। সেই মতোই অস্কারের পাশাপাশি দুই বিদেশিকে দেশে আনতে ভিসার জন্য আবেদন করছে লাল হলুদ।
কাদের ডুরান্ড কাপে খেলানোর কথা ভাবছে ইস্টবেঙ্গল?
ইস্টবেঙ্গল সূত্রে যা খবর, লাল হলুদ শিবিরের দুই বড় তারকা সউল ক্রেসপো ও দিয়ামানতাকোসকে ডুরান্ড কাপে খেলানোর প্রস্তুতি নিচ্ছে লাল হলুদ ম্যানেজমেন্ট। খোঁজ নিয়ে জানা গেল, দুই বিদেশিকে ভারতে আনতে শীঘ্রই ভিসার জন্য আবেদন করবে ইস্টবেঙ্গল। কাজেই বলা যায়, একটা সময় লাল হলুদের ডুরান্ড কাপে অংশগ্রহণ নিয়ে সংশয় থেকে আজ দুই বড় বিদেশিকে ডুরান্ডের মাঠে নামানোর পরিকল্পনা একেবারে যথাযথ।
অবশ্যই পড়ুন: দ্বিতীয় টেস্ট বিরাটের রেকর্ডে থাবা বসালেন শুভমন গিল
বাদ পড়ছেন দুই বিদেশি
দীর্ঘদিন ধরে চোটে ভুগছেন ইস্টবেঙ্গলের দুই বিদেশি তারকা হিজাজি মাহের ও মাদিহ তালাল। শুরুর দিকে ইস্টবেঙ্গলের পরিকল্পনা ছিল 6 বিদেশিকে সই করিয়ে পরবর্তীতে বাকি দুজন মিলিয়ে মোট 8 জনকে নিয়ে এই মরসুম শুরু করার। তবে তেমনটা হচ্ছে না! কেননা, জানুয়ারির আগে চোট কাটিয়ে উঠতে পারবেন না হিজাজি ও তালাল। ফলে, দুই বিদেশির সাথে কথা বলে তাদের বাদ দিচ্ছে ইস্টবেঙ্গল।
পরিবর্তে, মরক্কোর তারকা স্ট্রাইকার হামিদ ও আর্জেন্টিনা অর্থাৎ মেসির দেশের ফুটবলার কেভিন সিবিলেকে চূড়ান্ত করে ফেলেছে লাল হলুদ। একই সাথে মৌখিক চুক্তি পাকা হয়েছে জয় গুপ্তার সাথেও। তবে ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে ফেডারেশন ও FSDL এর জট বহাল থাকায় এখনই কাউকেই সই করাচ্ছে না কলকাতা ময়দানের এই প্রধান।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |