ডুবছে পরিণীতা! কামাল দেখাচ্ছে পরশুরাম, এ সপ্তাহে TRP লিস্টে বিরাট অদলবদল

Published on:

TRP list

সহেলি মিত্র, কলকাতাঃ এসে গেল আরও একটা বৃহস্পতিবার। কোন সিরিয়াল কতটা ভালো চলছে, সেটা বলে একমাত্র প্রতি সপ্তাহের প্রকাশ পাওয়া TRP। এই টিআরপি যদি ভালো না হয় তাহলে কোনো সিরিয়ালেরই পথচলা বেশিদিন স্থায়ী হয় না। যতই ভালো গল্প হোক কিংবা স্টারকাস্ট ভালো থাকুক, TRP কম থাকলে বেশিদিন সেটা চলবে না। যাইহোক, প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও প্রকাশ্যে এল টিআরপি তালিকা। আর সেটা দেখে স্বাভাবিকভাবেই অবাক হয়েছেন দর্শকরা। কোন সিরিয়াল এই সপ্তাহে বেঙ্গল টপার হল জানতে ইচ্ছুক? তাহলে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এই সপ্তাহের বেঙ্গল টপার কে?

সকলকে অবাক করে ফের একবার নিজের রেকর্ড বজায় রাখল স্টার জলসার ‘পরশুরাম আজকের নায়ক’ সিরিয়ালটি। মাত্র সামান্য কিছু সময়ের মধ্যে এই মেগা যে সকলের মনে জায়গা করে নেবে কে ভাবতে পেরেছিল। বিগত বেশ কিছু সপ্তাহ ধরেই এই মেগা বেঙ্গল টপারের তকমা ধরে রেখেছে। এক কথায় এই সিরিয়াল যেন এখন বাঙালি দর্শককে মন্ত্রমুগ্ধ করে রেখেছে। এই সপ্তাহে ইন্দ্রজিৎ-তৃণা জুটির ধারাবাহিক পেয়েছে ৭.৪।  তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসু অভিনীত এই ধারাবাহিকের পরতে পরতে রয়েছে চমক।

এদিকে এবারও দ্বিতীয় হল জি বাংলার ফুলকি। এই সপ্তাহে মেগার টোটাল স্কোর 7.3। অন্যদিকে তৃতীয় হয়েছে  জগদ্ধাত্রী 7.0 এবং চতুর্থ হয়েছে স্টার জলসার  রাঙ্গামতি তীরন্দাজ 6.6।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ বঙ্গ বিজেপির আগামী সভাপতি শমীক ভট্টাচার্যের শিক্ষাগত যোগ্যতা, মোট সম্পত্তি …

একনজরে সেরা ১০ সিরিয়ালের তালিকা

  • পরশুরাম 7.4
  • ফুলকি 7.3
  • জগদ্ধাত্রী 7.0
  • রাঙ্গামতি তীরন্দাজ 6.6
  • পরিণীতা 6.5
  • গৃহপ্রবেশ 6.4
  • অনুরাগের ছোঁয়া+রোশনাই, চিরসখা 5.9
  • কথা 5.6
  • চিরদিনই তুমি যে আমার 5.2
  • কোন গোপনে মন ভেসেছে 5.1
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group