সহেলি মিত্র, কলকাতাঃ নিজের একটা বাড়ি হোক, সেই স্বপ্ন কার না থাকে। আপনারও আছে নিশ্চয়ই। কিন্তু স্বপ্ন হলেও কী হবে, অনেকের কাছে বাড়ি তৈরি করার পর্যাপ্ত টাকা থাকে না। তবে চিন্তা নেই, আপনার সেই স্বপ্নের বাড়ি তৈরি করতে সাহায্য করবে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনা (নগর) অর্থাৎ PMAY-U-এর মাধ্যমে এবার কেন্দ্রীয় সরকার ১ কোটি বাড়ি তৈরি করবে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
২০১৫ সালের ২৫ জুন চালু হওয়া এই প্রকল্পের লক্ষ্য হল শহুরে দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের সাশ্রয়ী মূল্যে কংক্রিটের ঘর সরবরাহ করা। এই প্রকল্পের দ্বিতীয় পর্যায় (PMAY-U 2.0) ২০২৪ সালের বাজেটে চালু করার কথা ঘোষণা করেছিল সরকার। এই প্রকল্পের আওতায় আগামী ৫ বছরে ১ কোটি পরিবার নিজের মাথার ওপর ছাদ পাবেন।
প্রধানমন্ত্রী আবাসন প্রকল্পের উদ্দেশ্য
১) শহরাঞ্চলে বসবাসকারী দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য আবাসন প্রদান করা।
২) অর্থনৈতিকভাবে দুর্বল ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করা।
আবাস যোজনার বৈশিষ্ট্য
১) আপনার নিজের জমিতে বাড়ি তৈরি করার জন্য আপনি সরকারের কাছ থেকে আড়াই লক্ষ টাকা পাবেন।
২) নির্মাতাদের সাথে অংশীদারিত্বের মাধ্যমে ভূমিহীনদের জন্য সাশ্রয়ী মূল্যের বাড়ি সরবরাহ করা।
৩) খুব কম টাকায় সরকারিভাবে নির্মিত বাড়ি সরবরাহ করা।
৪) সুদ ভর্তুকি প্রকল্পের অধীনে গৃহ ঋণের উপর ২.৬৭ লক্ষ টাকার সুদ ভর্তুকি।
কারা আবেদন করতে পারবেন?
এই প্রকল্পের অধীনে, EWS (অর্থনৈতিকভাবে দুর্বল অংশ), LIG (নিম্ন আয়ের গোষ্ঠী) এবং HIG (মধ্যম আয়ের গোষ্ঠী) এর পরিবারগুলি আবেদন করতে পারবেন যাদের দেশে ইতিমধ্যেই স্থায়ী বাড়ি নেই।
আরও পড়ুনঃ ডুবছে পরিণীতা! কামাল দেখাচ্ছে পরশুরাম, এ সপ্তাহে TRP লিস্টে বিরাট অদলবদল
EWS: বার্ষিক আয় ৩ লক্ষ পর্যন্ত
LIG: বার্ষিক আয় ৬ লক্ষ পর্যন্ত
HIG: বার্ষিক আয় ৯ লক্ষ পর্যন্ত
যদি কোনও ব্যক্তি গত ২০ বছরে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কোনও আবাসন প্রকল্পের সুবিধা গ্রহণ করে থাকেন, তাহলে তিনি এই প্রকল্পের জন্য যোগ্য হবেন না।
কীভাবে আবেদন করবেন?
১) PMAY-U পোর্টালে যান এবং ‘PMAY-U 2.0 এর জন্য আবেদন করুন’ অপশনে ক্লিক করুন।
২) প্রয়োজনীয় নির্দেশিকা পড়ুন এবং রাজ্য, বার্ষিক আয় এবং পরিকল্পনার উপাদান বাছাই করুন।
৩) স্ক্রিনে থাকা প্রশ্নের উত্তর দিন এবং যোগ্যতা নিশ্চিত করতে OTP যাচাই করুন।
৪) আবেদনপত্রে ব্যক্তিগত, পারিবারিক এবং আবাসিক তথ্য পূরণ করুন।
৫) আয়ের শংসাপত্র, আধার নম্বর এবং সম্পর্কিত নথি আপলোড করুন।
৬) আবেদনপত্রটি সেভ করুন এবং জমা দিন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |