দিতে হবে না জরিমানা! ঘরে বসেই বাতিল করতে পারবেন ই-চালান, শিখে নিন

Published on:

This way you can cancel your e-challan from home

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এমন অনেক ক্ষেত্রেই হয়ে থাকে রাস্তায় বা জাতীয় সড়কে চলাচলের ক্ষেত্রে চালকের কোনও ভুল থাকে না, কিন্তু তা সত্ত্বেও ফোনে চলে আসে ই চালানের মেসেজ। সেক্ষেত্রে জরিমানার অঙ্ক দেখে বিব্রত হয়ে পড়েন অনেকেই। জেল যাত্রার ভয়ে তড়িঘড়ি মিটিয়ে দেন ই চালানের নির্দিষ্ট পরিমাণ জরিমানা!

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তবে অনেকেই হয়তো জানেন না, অনেক ক্ষেত্রে ভুলবশত চালকের ফোনে চলে যায় ই চালান। সেক্ষেত্রে কী করবেন? জানিয়ে রাখি, চালকের ভুল না থাকলে সে ক্ষেত্রে বাড়িতে বসেই অনলাইনে ই চালান বাতিল করতে যায়, ফলে জরিমানাও গুনতে হয় না। কীভাবে হবে সব? রইল বিস্তারিত।

কীভাবে বাতিল করবেন ই চালান?

প্রথমত বলে রাখি, চালকের যদি কোনও রকম ভুল না থাকে তবেই অনলাইনে ই চালান বাতিলের আবেদন করা যেতে পারে। সে ক্ষেত্রে প্রথমেই ই চালান পরিবহন ওয়েবসাইট echallan.parivahan.gov.in এ গিয়ে Dispute অপশনে ক্লিক করুন। এরপর পরবর্তী পেজে আপনার চালান নম্বর, নির্দিষ্ট মোবাইল নম্বর, গাড়ির নম্বর লিখুন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এরপর চালান যে ভুল ভাবে কাটা হয়েছে তা প্রমাণের জন্য প্রাসঙ্গিক ও কিছু জরুরী কাগজপত্র বা ডকুমেন্ট সাবমিট করতে হবে। সে ক্ষেত্রে চাইলে আপনি ট্রাফিক ক্যামেরায় যে ভুল হয়েছে তার স্ক্রিনশট, আপনার গাড়ির অবস্থান বা লোকেশনের প্রমাণ, গাড়ির ছবি ও RC জমা করতে পারেন।

অবশ্যই পড়ুন: সেঞ্চুরি না করেও ৫১ বছরের পুরনো রেকর্ড গুঁড়িয়ে দিলেন যশস্বী জয়সওয়াল

সেই সূত্রে বলি, সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে গোটা ফর্ম পূরণ করার পর আপলোড করে দিন। এই কাজ সম্পন্ন হলে আপনি একটি অ্যাপলিকেশন আইডি পাবেন। পরবর্তীতে ওই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনার ই চালানের স্ট্যাটাস চেক করতে পারবেন। অর্থাৎ সমস্ত প্রমাণ খতিয়ে দেখে ই চালানটি বাতিল করা হল কিনা তা বোঝা যাবে ওই স্ট্যাটাসের মাধ্যমেই। সেক্ষেত্রে সমস্ত প্রমাণ যথাযথ হলে তবেই ই চালানটি বাতিল করা হবে, সেক্ষেত্রে জরিমানার হাত থেকেও নিস্তার পাবেন আপনি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group