রাইড ক্যান্সেল করলেই ফাইন, লাগবে দ্বিগুণ ভাড়া! Ola, Uber-এ নয়া নিয়ম

Published on:

Cab Booking Rules

প্রীতি পোদ্দার, কলকাতা: যতদিন যাচ্ছে অ্যাপ ক্যাব নিয়ে একাধিক অভিযোগ যেন বেড়েই চলেছে। গাড়ির ভাড়া বৃদ্ধি নিয়েও চলছে গ্রাহক এবং চালকদের মধ্যে জোর বচসা। রীতিমত দিনের পর দিন চালকদের আর্থিকভাবে বঞ্চনার স্বীকার হতে হচ্ছে। তাই এবার সেই নিয়ে কড়া পদক্ষেপ নিল কেন্দ্র। পিক আওয়ারে অ্যাপ ক্যাবগুলির ভাড়া বাড়ানোর অনুমোদন দিল কেন্দ্র।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

জারি হল নির্দেশিকা

গত মঙ্গলবার, কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রক নতুন অ্যাপ ক্যাব নিয়ে নতুন একটি গাইডলাইন তৈরি করেছে। আর সেই নির্দেশিকায় সুফল পেতে চলেছে অ্যাপ ক্যাব সংস্থাগুলি। নির্দেশিকা মারফৎ জানা গিয়েছে, ব্যস্ত সময়ে অ্যাপ ক্যাব সংস্থাগুলি চাইলে মূল ভাড়ার সর্বাধিক দ্বিগুণ টাকা চাইতে পারবেন গ্রাহকদের কাছ থেকে। এবং ক্যাবের সর্বনিম্ন ভাড়ার ক্ষেত্রে মূল ভাড়ার ৫০ শতাংশের কম ভাড়া নেওয়া যাবে না। শুধু তাই নয়, এও বলা হয়েছে যে, কোন নির্দিষ্ট রুটে মূল ভাড়া কত হবে, তা নির্ধারণ করবে রাজ্য সরকার।

‘রাইড’ বাতিল করলেও জরিমানা!

কেন্দ্রীয় মন্ত্রক নির্দেশিকার মাধ্যমে সমস্ত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে যে আগামী ৩ মাসের মধ্যে ক্যাবের ভাড়া নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করতে হবে। তবে এক্ষেত্রে সময় বিশেষে ভাড়া বদল করতে পারবে অ্যাপ ক্যাব সংস্থাগুলি। অন্যদিকে ‘রাইড’ বাতিলের ক্ষেত্রেও আগের চেয়ে কড়া নিয়ম চালু করেছে কেন্দ্র। বলা হয়েছে, এখন থেকে যদি কোনও চালক নির্দিষ্ট এবং বৈধ কারণ ছাড়া রাইড বাতিল করে তাহলে ১০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুন: ৩৯ টাকা দাম কমল LPG সিলিন্ডারের

তবে এই নির্দেশ একই ভাবে বর্তাবে চালকদের উপরেও। অর্থাৎ যদি কোনও চালক কোনও বৈধ কারণ ছাড়াই কোনও রাইড গ্রহণ করার পরে বাতিল করেন, তাহলে আনুমানিক ভাড়ার ১০ শতাংশ জরিমানা নেওয়া হবে। চালক ও অ্যাপ ক্যাব সংস্থার মধ্যে ৫০ শতাংশ হিসাবে এই জরিমানা ভাগ হয়ে যাবে।

অর্থাৎ যদি ৫০ টাকা জরিমানা হিসাবে কাটা হয়, সে ক্ষেত্রে সংস্থা ২৫ টাকা ও চালক ২৫ টাকা দেবেন। এদিকে কেন্দ্রের এই অ্যাপ ক্যাবের নিয়মাবলী দেখে পোয়াবারো ক্যাব সংস্থাগুলির।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group