জুলাইতেই বাড়তে পারে DA! এবার কতটা? সুখবরের অপেক্ষায় সরকারি কর্মীরা

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি কর্মীরা এখন শুধুমাত্র অষ্টম বেতন কমিশনের অপেক্ষায় দিন গুনছে। তবে তার আগেই বিরাট সুখবর। কারণ জুলাই মাস থেকেই বেতন বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। বেশ কয়েকটি সূত্র বলছে, চলতি বছরের জুলাই মাসে 3 থেকে 4% DA বাড়তে  পারে। আর একবার এই ডিএ বাড়ানো হলে কর্মচারীদের বেতন যে অনেকটাই বাড়বে, তা বলার অপেক্ষা রাখে না। এমনকি পেনশনভোগীরাও স্বস্তি পাবে। কারণ তাদের এই বাড়তি টাকা অবসর জীবনে কিছুটা আরাম এনে দিতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

DA কী এবং কেন দেওয়া হয়?

বলে রাখি, ডিএ বা মহার্ঘ ভাতা হল এমন একটি ভাতা, যা মুদ্রাস্ফীতির কারণে পণ্যের দামের বৃদ্ধি ঘটলে কেন্দ্র সরকার সেই হারে প্রদান করে। আর প্রতি বছর মূলত দুইবার কেন্দ্র সরকার ডিএ বৃদ্ধি করে। একবার জানুয়ারি মাসে এবং আরেকবার জুলাই মাসে। যদিও ঘোষণা কিছুটা পরে হয়। কিন্তু তা কার্যকর হয় 1 জানুয়ারি এবং 1 জুলাই থেকেই।

জুলাইতে কতটা বাড়তে পারে DA?

জানিয়ে রাখি, এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 53% হারে ডিএ পাচ্ছে। আর যদি 3% বাড়ানো হয়, তাহলে ডিএ দাঁড়াবে 56% এবং যদি 4% বাড়ানো হয় তাহলে ডিএ দাঁড়াবে 57%। তবে এই ডিএ বৃদ্ধির হার মূলত এআইসিপিআই সূচকের উপরেই নির্ভর করে, যা দেশের মুদ্রাস্ফীতি কেমন চলছে, তা নির্ধারণ করে। বেশ কয়েকটি রিপোর্ট বলছে, এবার 3 থেকে 4 শতাংশ ডিএ বাড়ানোর পথে হাঁটতে পারে কেন্দ্র সরকার।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ রাইড ক্যান্সেল করলেই ফাইন, লাগবে দ্বিগুণ ভাড়া! Ola, Uber-এ নয়া নিয়ম

বেতনে কতটা প্রভাব পড়বে?

ধরুন, কোনও কর্মীর মূল বেতন 18,000 টাকা। এবার বর্তমানে তিনি 53% হারে ডিএ পাচ্ছেন। অর্থাৎ, 9990 টাকা মাসে অতিরিক্ত ভাতা পাচ্ছেন। এবার যদি 3% ডিএ বাড়ে, তাহলে তার নতুন ডিএ হবে 10,440 টাকা। মানে প্রতি মাসে 540 টাকা বাড়তি আয়। আর যাদের মূল বেতন বেশি, তাদের আরও মুনাফা বেশি হবে।

তবে জানিয়ে রাখি, পেনশনভোগীদের ক্ষেত্রে ডিএ’র পরিবর্তে ডিআর প্রযোজ্য হবে। তবে এর সুবিধাও ঠিক একই রকম। যত শতাংশ ডিএ বাড়বে, তত শতাংশ ডিআর বাড়ানো হবে। তাই শুধু এখন হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। আশা করা যাচ্ছে, সেপ্টেম্বর-অক্টোবরের কেন্দ্রীয় মন্ত্রিসভায় আনুষ্ঠানিকভাবে ডিএ বৃদ্ধির ঘোষণা আসতে পারে এবং যদি ডিএ বাড়ে, তাহলে জুলাই থেকেই তা কার্যকর হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group