ঘুঁচবে পাকিস্তান প্রেম, তুরস্কের জাত শত্রুকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র দিচ্ছে ভারত!

Published on:

Delhi may provide Indian cruise missile to Turkey's enemy Greece

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তুরস্কের পাকিস্তানপ্রীতি এবার ঘুঁচিয়ে দেবে ভারত! সম্প্রতি অপারেশন দোস্ত-এর কথা বেমালুম ভুলে গিয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সবদিক থেকে সাহায্য করেছিল তুর্কি। সে, উন্নত ড্রোন দিয়ে হোক কিংবা অন্যান্য সামরিক যুদ্ধাস্ত্র অথবা যুদ্ধ জাহাজ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তবে তুর্কির এমন ভারত বিরোধী কার্যকলাপের পর রিচেপ এরদোয়ানের দেশকে বয়কটের ডাক দিয়েছিলেন ভারতের অনেকেই। তবে ভাতে না মারলেও এবার পাক বন্ধু তুরস্ককে তাঁর নীতিতেই পরাস্ত করবে দিল্লি!

ভারতের কাছ থেকে ক্রুজ মিসাইল কিনতে পারে তুরস্কের বড় শত্রু

ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করেছিল তুরস্ক, যা বর্তমানে সকলেরই জানা। তবে এবার পাক বন্ধু তুর্কির জালেই তাকে জড়িয়ে ফেলবে ভারত! তুরস্কের জাত শত্রু গ্রিসের এক জনপ্রিয় সংবাদমাধ্যম দাবি করছে, ভারত থেকে নাকি উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্রুজ মিসাইল কিনতে চলেছে গ্রিস।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

গ্রিস মিডিয়ার রিপোর্ট বলছে, তুরস্ককে শায়েস্তা করতে ভারতের কাছ থেকে অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্র অর্থাৎ দূরপাল্লার ভূমি থেকে ভূমি ক্রুজ মিসাইল কিনতে পারে গ্রিস। ওই রিপোর্টে এও বলা হয়েছে, সম্প্রতি ভারতীয় বায়ু সেনার প্রধান এপি সিং গ্রিস সফর করেছিলেন, সেই সময়েই নাকি ভারতের তরফে ক্রুজ মিসাইল পাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

রিপোর্টটি দাবি করছে, গ্রিসের রাজধানী অ্যাথেন্সে অনুষ্ঠিত প্রতিরক্ষা প্রদর্শনীতে ভারতের প্রতিনিধিরা নাকি গ্রিসকে অত্যাধুনিক সব অস্ত্র ব্যবস্থা LR-LACM উন্নতমানের দূরপাল্লার ভূমি ক্ষেপণাস্ত্র সরবরাহ করার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন। যদিও কেন্দ্রের তরফে এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

অবশ্যই পড়ুন: আর ভয় নেই বিদ্যুৎ বন্ধ হওয়ার, আদানির সমস্ত বকেয়া মিটিয়ে দিল বাংলাদেশ

ভারতীয় ক্ষেপণাস্ত্রে গুঁড়িয়ে যাবে তুরস্কের বিমান ঘাঁটি

গ্রিসের সংবাদমাধ্যমের তরফে ভারতের কাছ থেকে উন্নতমানের অত্যাধুনিক ভূমি ক্ষেপণাস্ত্র পাওয়ার দাবি জানানোর পরই বেশ কয়েকজন বিশেষজ্ঞ বলছেন, আনুষ্ঠানিক বিবৃতি নেই। তবে শেষ পর্যন্ত যদি তুরস্কের জাত শত্রু গ্রিসকে ক্রুজ মিসাইল হস্তান্তর করে ভারত, সেক্ষেত্রে সেইসব অস্ত্র দিয়ে তুরস্কের বিমান ঘাঁটিগুলি যে সহজেই গুঁড়িয়ে দেওয়া যাবে সে কথা বলার অপেক্ষাই রাখে না!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group