উত্তরবঙ্গের বুকেই রয়েছে ‘মিনি পহেলগাঁও’, অফবিট এই হিল স্টেশন অনেকের কাছেই অজানা

Published on:

Majhidhura

সহেলি মিত্র, কলকাতাঃ অনেকেই আছেন যারা একটু অফবিট জায়গা ঘুরতে পছন্দ করেন। আপনিও কি উত্তরবঙ্গে একটু অফবিট জায়গার খোজ করছেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। আপনাদের আজ উত্তরবঙ্গের এমন এক জায়গার খোঁজ দেব যেখানে গেলে ভাববেন কাশ্মীরে চলে এসেছেন। সেই কাশ্মীরের পহেলগাঁওয়ের মতো ল্যান্ডস্কেপ, পাইন গাছে ঘেরা ঘন জঙ্গল, মাঠ, উফফ সবকিছু দেখলে আপনারও চোখ ধাঁধিয়ে যাবে। এই জায়গাটি দার্জিলিং-এর খুবই কাছে অবস্থিত। এই জায়গাটি এতটাই অফবিট যে এখানে এখনও অবধি তেমন পর্যটকদের সমাগম খুব একটা হয়নি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কীভাবে যাবেন?

আজ কথা হচ্ছে মাঝিধুরা নিয়ে। এই মাঝিধুরা হল একটি পাহাড়ি গ্রাম। সুখিয়া পেট্রোল পাম্প থেকে ছোট একটা রাস্তা নেমে গিয়েছে। এই রাস্তাটা ধরেই সোজা হেঁটে গেলে আপনি মাঝিধুরা পৌঁছে যেতে পারবেন। দার্জিলিং থেকে কেউ যদি শেয়ার গাড়িতে আসেন তাহলে তাঁদের এই সুখিয়া পেট্রোল পাম্পে নামতে হবে। আর কেউ যদি গাড়ি পুরোটা ভাড়া করে আসেন তাহলে তো কথাই নেই।

আরও পড়ুনঃ মৌসুমী অক্ষরেখার দাপটে দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির ভ্রূকুটি, আজকের আবহাওয়া

এখান থেকে আপনি সীমানাদারা ভিউ পয়েন্টও দেখতে পারবেন। এখানে এমন সুন্দর ভ্যালি রয়েছে যা আপনাকে একদম কাশ্মীরের ফিল দেবে। এই জায়গায় কয়েকদিনের ছুটিতে এলে স্ট্রেস কাকে বলে তা ভুলে যাবেন। মাঝিধুরা দার্জিলিং জেলার জোড়বাংলো সুকিয়াপোখরিতে একটি শহর। মাঝিধুরা সুকিয়া পোখরি শহরের কাছে এবং সীমানা বসতি অঞ্চলের নিকটে অবস্থিত। মাঝিধুরা প্রকৃতি প্রেমী মানুষের জন্য একটি আদর্শ পর্যটন গন্তব্য এবং দার্জিলিং গ্রামের একটি শান্ত অফবিট স্থান।পাখি লাভারদের জন্য এটি একটি স্বর্গ। নানান প্রজাতির অনেক পাখি উপত্যকায় যেন গান গাইছে বলে মনে হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কী কী দেখবেন ও থাকবেন কোথায়?

মাঝিধুরায় থাকার জন্য অনেক হোমস্টে রয়েছে। যদি আপনি পাহাড়ের শান্ত পরিবেশে উপভোগ করতে চান এবং পাইন গাছের দৃশ্য পছন্দ করে থাকেন তাহলে এখানকার হোমস্টেগুলিতে থাকতেই পারেন। এবার আসা যাক এখান থেকে আপনি আরও কোথায় কোথায় যেতে পারবেন? এখান থেকে আপনি মিরিক লেক, গোপালধারা টি এস্টেট, দার্জিলিং মল রোড, টাইগার হিল, লেপচাজগৎ, সুখিয়াপোখরি, মিরিক গীর্জা ও শিব মন্দির ইত্যাদি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group