ইংরেজদের মাঠে ভারতের দাদাগিরি, ২০০ করে ইতিহাস গিলের! জাদু দেখালেন জাদেজাও

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের পরাজয় যন্ত্রনা ধীরে ধীরে কাটিয়ে উঠছে ভারতীয় দল। হেডিংলির পর এজবাস্টনে দ্বিতীয় টেস্টে সমস্ত অপবাদকে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছেন রোহিত, বিরাটহীন ভারতীয় টেস্ট দলের তরুণ অধিনায়ক শুভমন গিল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বলা চলে, ইংলিশদের বিরুদ্ধে জয়ের দায়িত্ব একেবারে নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। তাই তো দ্বিতীয় টেস্টের শুরুতে সেঞ্চুরির পর এবার ডবল সেঞ্চুরি হাঁকিয়ে ইংলিশদের বুঝিয়ে দিলেন তিনি একাই দুইশো। বলে রাখি, ইংলিশদের বিরুদ্ধে টেস্টে এই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ডবল সেঞ্চুরি গড়লেন শুভমন।

শুভমনের অনবদ্য ডবল সেঞ্চুরি

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ব্যাট হাতে একেবারে ঝোড়ো হাওয়া তুলেছিলেন শুভমন গিল। এদিন একাই ইংলিশ বোলারদের ছাতু করে 216 বলে 14টি চার সহযোগে 114 রান তুলেছিলেন গিল। যার জেরে প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরির ধারা অব্যাহত ছিল তাঁর।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

তবে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে পা দিয়েই একেবারে জ্বলে উঠলেন ভারতের তরুণ অধিনায়ক। প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত 316 বলে 209 রান করেছিলেন শুভমন। আর সেই সূত্র ধরেই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে বিরাট রেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম প্রধান সদস্য।

জলবা দেখিয়েছেন জাদেজাও

ইংলিশদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে হঠাৎই দেখা মেলে পুরনো জাদেজার। হ্যাঁ, এদিন দলের জয়রথ এগিয়ে নিয়ে যেতে ব্যাট হাতে ভরপুর আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামেন রবীন্দ্র জাদেজা। আর মাঠে নামতেই ভারতীয় অলরাউন্ডারের ব্যাটে ঝোড়ো হাওয়া দেখে ইংল্যান্ড দল। তবে দুঃখের বিষয় সেঞ্চুরির প্রায় কাছাকাছি গিয়েও ফিরে আসতে হয়েছে তাঁকে। এদিন জাদেজার হাত ধরে 137 বলে 10টি চার ও একটি ছয় সহযোগে 89 রানের বড় ইনিংস উপহার পায় টিম ইন্ডিয়া।

অবশ্যই পড়ুন: প্রতিপক্ষকে গুঁড়িয়ে ক্ষমতা বোঝাল মোহনবাগান

উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল ভারত। এবার সেই মতোই কাজ হচ্ছে। ইংলিশদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে, ভারতীয় দল যে দাপট দেখাচ্ছে তাতে জয়ের আশা একেবারে উপচে পড়েছে সমর্থকদের মনে। এখন দেখার দ্বিতীয় টেস্টে কার দিকে ঘোরে ভাগ্যের পাল্লা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group