আন্তর্জাতিক বাজারে ঘুরে দাঁড়াল ভারতীয় রুপি, অনেকটাই কমল ডলারের মূল্য

Published on:

Indian Rupee

সৌভিক মুখার্জী, কলকাতা: আন্তর্জাতিক বাজারে চমক দিলে ভারতীয় রুপি (Indian Rupee)! টানা কয়েকদিন মুখ থুবড়ে পড়ার পর অবশেষে মার্কিন ডলারের তুলনায় ঘুরে দাঁড়াল রুপি। হ্যাঁ, বৃহস্পতিবার দিনের শেষে 31 পয়সা বেড়ে রুপির মূল্য দাঁড়াল 85.31 টাকা প্রতি ডলার, যা বিগত দিনের 85.62 টাকার তুলনায় বেশি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কেন রুপি হঠাৎ মাথা উঁচু করে দাঁড়াল?

বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছেন, রুপির এই ঘুরে দাঁড়ানোর পিছনে কিছু আন্তর্জাতিক কারণ কাজ করছে। প্রথমত, মার্কিন যুক্তরাষ্ট্রের ADP নন-ফার্ম এমপ্লয়মেন্ট ডেটা যতটা প্রত্যাশা করা হয়েছিল, তার থেকে অনেকটাই কম এসেছে। আর এর ফলে ডলারের মূল্য আন্তর্জাতিক বাজারে একেবারে মুখ থুবড়ে পড়েছে।

দ্বিতীয়ত, বিনিয়োগকারীদের ঝুঁকি গ্রহণের মানসিকতা দিনের পর দিন বাড়ছে। ফলে মার্কিন সরকারের বন্ড থেকে রিটার্ন কমে যাওয়ায় ডলারের মান দুর্বল হচ্ছে। এমনকি বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম 1.01% কমে 68.41 মার্কিন ডলার প্রতি ব্যারেলে দাঁড়িয়েছে। যার প্রভাব পড়ছে ভারতীয় রুপির উপর।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কেমন ছিল রুপির ওঠানামা?

রিপোর্ট বলছে, গতকাল বাজার খোলা হয়েছিল 85.69 টাকায়। আর সর্বোচ্চ মূল্য দাঁড়ায় 85.19 টাকা। তবে সর্বনিম্ন মূল্য স্পর্শ করেছিল 85.70 টাকা। আর দিনের শেষে গিয়ে থামে 85.31 টাকায়। অর্থাৎ, বুধবারের তুলনায় 31 পয়সা বেড়ে রুপি যে ঘুরে দাঁড়িয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম তলানিতে ঠেকায় রুপির বাজার ঊর্ধ্বগতি। কেউ কেউ বলছেন, রুপি আপাতত 84.90 থেকে 85.60 টাকা রেঞ্জের মধ্যে থাকবে। এমনকি ভবিষ্যতে মার্কিন নন-ফার্ম পে-রোল রিপোর্ট গতিতে আরও প্রভাব ফেলতে পারে।

পড়তে ভুলবেন নাঃ মধ্যবিত্তদের পকেটে ছ্যাঁকা লাগাচ্ছে রুপো, ধরাছোঁয়ার বাইরে আজকের সোনার দাম

ডলার ইনডেক্স এবং বিদেশি বিনিয়োগ

জানিয়ে রাখি, এদিন ছয়টি প্রধান মুদ্রার তুলনায় ডলারের অবস্থান সূচক 0.05% বেড়ে 96.82-তে গিয়ে ঠেকেছে। আর বিদেশে বিনিয়োগকারীরা বুধবার ভারতীয় শেয়ার বাজারে প্রায় 1561.82 কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন। 

তবে রুপির উত্থান হলেও বোম্বে স্টক এক্সচেঞ্জে সেন্সেক্স পড়ে গিয়েছে 170.22 পয়সা। আর এখন তা এসে দাঁড়িয়েছে মাত্র 83,239.47-তে। পাশাপাশি নিফটি পড়ে গিয়েছে 48.10 পয়সা, যা এখন পৌঁছেছে 25,405.30-তে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group