হাওড়া, মেদিনীপুর, খড়গপুর লাইনে আর দেরিতে চলবে না লোকাল ট্রেন! আদেশ জারি রেলের

Published on:

local train

সহেলি মিত্র, কলকাতা: আর ট্রেন চলাচলে হবে না দেরি। নিত্য সমস্যা থেকে মুক্তি পাবেন রেল যাত্রীরা। ট্রেন দেরি হওয়া থেকে শুরু করে বাতিল হওয়া, এ যেন রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। বিশেষ করে লোকাল ট্রেন চলাচলে দেরি, বাতিল নিয়ে মহাবিপাকে পড়তে হয় যাত্রীদের। তবে আর নয়। কারণ রেলের ওপর মহল থেকে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আর দেরিতে চলবে না লোকাল ট্রেন

ডিআরমকে খড়গপুর এবং হাওড়ার মধ্যবর্তী লোকাল ট্রেনগুলোর নিয়মিত সময়ে চলাচল যাতে করে সেদিকে নজর রাখতে বলা হয়েছে। সকাল/সন্ধ্যা মালগাড়ির চলাচলের অবস্থান নিয়ন্ত্রণ করতে হবে। এই নির্দেশটি তখন এসেছে যখন ট্রেনগুলোর দীর্ঘক্ষণ ধরে দেরিতে চলছে এবং ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ আমজনতাকে।

আরও পড়ুনঃ ১২ দিন খড়গপুর ডিভিশনে বাতিল পুরী স্পেশাল সহ একাধিক ট্রেন, তালিকা দিল দক্ষিণপূর্ব রেল

হেডকোয়ার্টারের সপ্তাহিক বৈঠকে, দক্ষিণ-পূর্ব রেলের জিএম নির্দেশ দিয়েছেন যে লোকাল ট্রেনগুলির সময়ানুবর্তিতা উন্নত করার জন্য তাৎক্ষণিকভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। সকালে এবং সন্ধ্যায় পিক আওয়ার সময় পথে চলতে থাকা মালবাহী ট্রেন ও দীর্ঘ দূরত্বের মেইল/এক্সপ্রেস ট্রেনগুলো নিয়ন্ত্রণ করার জন্য আরও নির্দেশিকা দেওয়া হয়েছে। এটি লোকাল ট্রেনগুলির ট্রেনগুলোর জন্য পরিষ্কার পথ তৈরি করা হবে। হাওড়া বিভাগের সাথে আরও সমন্বয় বাড়ানো প্রয়োজন এবং কার্যক্রম অফিসারের মাধ্যমে বাস্তব সময় ভিত্তিতে এটি পর্যবেক্ষণ করা উচিত বলে মনে করছেন জিএম।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এই রুটে বাতিল বহু ট্রেন

জানলে অবাক হবেন, একদিকে যখন দক্ষিণ পূর্ব রেল লোকাল ট্রেন চলাচলের ক্ষেত্রে যাতে দেরি না হয় সেটা নিশ্চিত করতে বলেছে, সেখানে বিভিন্ন রুটে বহু ট্রেন বাতিল করল রেল। আগামী সপ্তাহেই দক্ষিণপূর্ব রেলের খড়গপুর ডিভিশনের খড়গপুর-বালেশ্বর লাইনে উন্নয়নমূলক কাজ চলবে। আর সেই কারণেই ১০ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত, ওই লাইনে বেশ কিছু ট্রেন থাকবে বাতিল। বাতিলের লিস্টে যেমন এক্সপ্রেস ট্রেন রয়েছে, তেমনই রয়েছে প্যাসেঞ্জার ট্রেনও। ফলত, শালিমার, সাঁতরাগাছি থেকে পুরীগামী একাধিক ট্রেনের যাত্রীদের দুর্ভোগে পড়তে হতে পারে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group