সহেলি মিত্র, কলকাতাঃ বকেয়া ডিএ প্রদান না করা নিয়ে একের পর এক আক্রমণ শানিয়েই যাচ্ছেন সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়ার সময়ের মধ্যেও ডিএ দিতে ব্যর্থ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। DA দেওয়ার মতো পরিস্থিতি এখনই রাজ্যের নেই, আরও কিছুটা সময় দরকার, এই দাবি জানানো হয়েছে দেশের শীর্ষ আদালতের কাছে সরকারের তরফে। এদিকে সরকারের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন বাংলার লক্ষ লক্ষ সরকারি আধিকারিক। এসবের মাঝেই ফের একবার সরকারকে আল্টিমেটাম দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িসের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
সরকারকে আল্টিমেটাম নেতার
এক ভিডিও বার্তায় মলয় মুখোপাধ্যায় জানালেন, ৫০ শতাংশ দেওয়ার কথা বলেছিল। তার পরবর্তী বক্তব্য শুনবে বলে ডেটও দিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। দিন নির্ধারণ হয়েছিল ৪ আগস্ট, ২০২৫। ৫০ শতাংশ না দিলে কথা শোনা হবে না বলে জানিয়েছিল মহামান্য আদালত। তখন কিন্তু রাজ্য সরকারই বলেছিল ৫০ শতাংশ দিতে গেলে কোমর ভেঙে যাবে। আমরা ইতিমধ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছি।’
আরও পড়ুনঃ মৌসুমী অক্ষরেখার দাপটে দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির ভ্রূকুটি, আজকের আবহাওয়া
বর্তমানে এসএসএসি এবং ডিএ, এই দুই মামলাই দেখছেন আইনজীবী ফিরদৌস শামিম। তিনি এই দুটি বিষয় নিয়েই অর্থাৎ জোড়া অবমাননার মামলা দায়ের করেছেন সুপ্রিম কোর্টে। অর্থাৎ বকেয়া ডিএ মামলা এবং এসএসসি মামলা কোথাও যেন গিয়ে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এই বিষয়ে মলয় মুখোপাধ্যায় জানান, ‘সর্বোচ্চ আদালত শিক্ষক-অশিক্ষক কর্মীদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেয়। কেউ ৩ বছর কেউ ৪ বছর চাকরি করেছে। কারণ বেআইনিভাবে সরকারি তহবিল থেকে তাদেরকে বেতন দেওয়া হয়েছে। স্বাভাবিক নিয়মে তাঁদের বেতন ফেরত দিতে হবে। সেক্ষেত্রেও কিন্তু সরকার হাত গুটিয়ে বসে আছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মানেনি। আবার আমাদেরকে ডিএ দিতে বলেছে। সেটাও সরকার মান্যতা দিল না।’
দুর্নীতিগ্রস্তদের সঙ্গে সরকারঃ মলয় মুখোপাধ্যায়
সরকারি নেতার বক্তব্য, ‘শিক্ষক অশিক্ষকদের থেকে যদি বেতন ফিরিয়ে নিত সরকার তাহলে রাজকোষে কিছু টাকা জমা পড়ত। আমাদের ডিএ দিতে অনেক সুবিধা হত। অর্থাৎ সরকার চাইছে যারা দুর্নীতি করল তাঁদের সঙ্গে থাকতে। আর আমরা আইন মেনে যাদের রাজ্য সরকার দিনের পর দিন ডিএ দিচ্ছে না, মামলায় জয় অবধি পেলাম। সেখানে সরকার টাকা না দিয়ে আবারও এম.এ অ্যাপ্লিকেশন করে নিজেদেরকে বাঁচাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে। শুধু মাত্র সময় নষ্ট করতেই সুপ্রিমকোর্টের নির্দেশ অমান্য করে এম.এ পিটিশন দায়ের করেছেন৷ এর ফল সরকারকে ভুগতে হবে৷’
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |