বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিরাট ধাক্কা খেল পশ্চিমের পড়শি! বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট পাকিস্তানে তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, অর্থনৈতিক দিক থেকে ধুঁকতে থাকা পাকিস্থানে বিল গেটস সংস্থার ব্যবসা বন্ধ হওয়ার পর এবার পশ্চিমের দেশকে আরও বেশি করে গ্রাস করবে দারিদ্রতা! পাকিস্তানে বিল গেটস সংস্থার ব্যবসা বন্ধ হওয়ার বিষয়টিকে ওদেশে মাইক্রোসফটের প্রধান জাভেদ রেহমান যুগের সমাপ্তি বলে অভিহিত করেছেন।
25 বছরের ব্যবসায় ইতি টানল মাইক্রোসফট
প্রাপ্ত তথ্য অনুযায়ী, 2000 সালের 7 মার্চ পাকিস্তানে পথ চলা শুরু হয় বিল গেটসের প্রযুক্তি সংস্থা মাইক্রোসফটের। তবে দীর্ঘ 25 বছরের যাত্রায় সমাপ্তি ঘটল গত বৃহস্পতিবার। জানা যাচ্ছে, এদিন মাইক্রোসফট আনুষ্ঠানিকভাবে পাকিস্তানে ব্যবসা বন্ধের ঘোষণা করেছে।
কিন্তু কোন কারণে হঠাৎ করেই পাকিস্তানে ব্যবসা বন্ধ করে দেওয়া হচ্ছে সে বিষয়ে কোনও তথ্য দেয়নি সংস্থাটি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘদিন ধরে পাকিস্তানে অর্থনৈতিক অস্থিরতার মধ্যে ভুগছিল বিল গেটসের সংস্থা। মূলত সেই কারণেই, তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হল পশ্চিমের ব্যবসা।
ভারতের সাথে পাক সম্পর্কের অবনতিও বড় কারণ
বহু বিশেষজ্ঞের দাবি, সাম্প্রতিক বছরগুলিতে পাকিস্তানের সাথে ভারতীয় সম্পর্কের ক্রমশ অবনতির কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে পশ্চিমের অর্থনীতি। আসলে দিল্লির সাথে বাণিজ্যিক সম্পর্ক ক্রমশ খারাপ খাতে যাওয়ায় কার্যত বাটি হাতে রাস্তায় দাঁড়াতে হচ্ছে পাকিস্তানের রপ্তানিকারকদের!
তাছাড়াও বিগত সময়গুলিতে ভারতের সাথে সংঘাতের কারণে আরও কোণঠাসা হচ্ছে ইসলামাবাদ। মূলত সেই সব কারণকে মাথায় রেখে ও পাকিস্তানের বিরুদ্ধে ওঠা একাধিক সন্ত্রাসবাদি কার্যকলাপের অভিযোগকে সামনে নিয়ে অর্থনৈতিক অনিশ্চয়তার মাঝে হঠাৎ পশ্চিমের দেশে ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নিয়ে নিল মাইক্রোসফট।
অবশ্যই পড়ুন: চিনের চালাকি ধরে ফেলেছে পাকিস্তান, ভারতে আঘাত হানতে আমেরিকার শরণে ইসলামাবাদ!
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলিতে পাকিস্তান যেসব আগ্রহণযোগ্য কার্যকলাপ চালিয়েছে তাতে খুশি নন ও দেশের বহু জনগণ। তাছাড়াও বালুচিস্তান লিবারেশন আর্মির মতো বিভিন্ন বিরোধী সশস্ত্র সংগঠনগুলির সাথে সংঘাতের কারণে ক্রমশ উত্তেজনা বেড়েছে পাকিস্তানের অভ্যন্তরে। একই সাথে রয়েছে রাজনৈতিক অস্থিরতাও। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতির পাশাপাশি সমস্ত দিক মাথায় রেখেই পাকিস্তানের মতো দেশে আর ব্যবসা বাড়াতে চায়নি বিল গেটস সংস্থা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |