জুনেই কেঁপেছে ৬০ বার! ভারতের অপারেশন সিঁদুরের পর অজস্র ভূমিকম্প পাকিস্তানে

Published on:

Pakistan

সৌভিক মুখার্জী, কলকাতা: পাকিস্তানের মাটি কাপছে! হ্যাঁ, ভারতের অপারেশন সিঁদুরের পর ভূমিকম্পের আতঙ্কে রাত কাটাচ্ছে পড়শি দেশ (Pakistan)! জুন মাসেই করাচি শহর এবং সংলগ্ন অঞ্চলে 60টির বেশি কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয় সূত্র মারফৎ খবর। তবে কোনও প্রাণহানি না হলেও স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক এবং গভীর মানসিক চাপ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অপারেশন সিঁদুর থেকেই সূত্রপাত?

বলে রাখি, গত 22 এপ্রিল পাক মদতপুষ্ট জঙ্গিরা কাশ্মীরের পহেলগাঁওতে হামলা করেছিল। আর সেই হামলায় 26 জন নিরীহ ভারতীয় পর্যটকের প্রাণ বলিদান হয়েছিল। তার পাল্টা জবাব হিসেবে গত 6-7 মে রাতের অন্ধকারে ভারত পাকিস্তানের উপর চালায় অপারেশন সিঁদুর। এমনকি প্রতিশোধের আগুনে 9-10 মে পাকিস্তানও ভারতের উপর পাল্টা আক্রমণ চালায়।

তবে সেই রাতেই ভারতের হামলায় পাকিস্তানের 11টি সামরিক ঘাঁটি গুঁড়িয়ে যায় বলে দাবি করে বেশ কিছু সংবাদমাধ্যম। আর সেখান থেকেই জল্পনা শুরু হয়েছে যে, পাকিস্তানের একটি পারমাণবিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রেডিয়েশন লিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে দাবিগুলির সত্যতা প্রমাণিত না হলেও এরপর থেকে অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে জঙ্গিদের দেশের মাটি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

জুনেই ৬০ বার ভূমিকম্প

পড়শি দেশের আবহাওয়া দপ্তর সূত্র মারফৎ খবর, জুন মাসে করাচির মালির, লান্ধি, গাডাপ, করাঙ্গি, কায়েদাবাদ সহ একাধিক এলাকায় মোট 60 বার ভূমিকম্প হয়েছে। আর শুধু 2 জুনেই হয়েছে 10টি ভূমিকম্প। এদিকে 22 জুন 6 বার কম্পন হয়েছে, যার মধ্যে চারটির মাত্রা রিখটার স্কেলে 3.0-এর বেশি উঠেছিল।

স্থানীয় বাসিন্দা জহির উল হাসান, বলেছেন, যখন 3.6 মাত্রার ভূমিকম্প হচ্ছিল, তখন মনে হচ্ছিল যে, মাটি আমাদের গিলে ফেলবে। বারবার ভূমিকম্প হয়ে মানসিকভাবে বিধ্বস্ত হচ্ছি। আরেক বাসিন্দা জানান, দিন হোক বা রাত, একটু কম্পন অনুভূত হলেই সবাই দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে আসি। ছোট বাচ্চাদের নিয়ে কি যে অবস্থা হচ্ছে, তা আমরাই টের পাচ্ছি। 

আরও পড়ুনঃ পাকিস্তানে ব্যবসা বন্ধ করল Microsoft

কেন এত ঘন ঘন ভূমিকম্প পাকিস্থানে?

পড়শি দেশের বেশ কিছু ভূতত্ত্ববিদ এই আকস্মিক কম্পনের কারণ নিয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানাতে পারেনি। তবে বেশ কিছু সংস্থা দাবি করছে, নিম্নমাত্রার ভূমিকম্প মাটির ভিতরে চাপ কমায়। এর ফলে বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা অনেকটাই কমে যায়। কিন্তু এই কম্পনের পিছনে আদৌ পারমাণবিক ঘাঁটিগুলোর কোনও সম্পর্ক আছে কিনা, সেই তথ্য খতিয়ে দেখছে বিশেষজ্ঞরা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group