মার্কিন কোম্পানিকে পিছনে ফেলে বিশ্বসেরা! ইতিহাস গড়ল মুকেশ আম্বানির Jio

Published on:

Reliance Jio

সৌভিক মুখার্জী, কলকাতা: একটা সময় দেশের ধীরগতির ইন্টারনেট কানেকশন পেতেও যেখানে মোটা অঙ্কের টাকা খরচ করতে হত, সেই ভারতই এখনো এখন বিশ্বকে নয়া পথ দেখাচ্ছে। হ্যাঁ, রিলায়েন্স জিও এবার বিশ্বের সবথেকে বড় ফিক্সড ওয়ারলেস অ্যাক্সেস পরিষেবা প্রদানকারী সংস্থায় নিজেদের নাম লেখাল। এমনকি পেছনে ফেলে দিয়েছে আমেরিকার T-Mobile-র মতো টেলিকম জায়ান্টকেও।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ইতিহাস লিখে ফেলল Jio

জানিয়ে রাখি, 2023 সালের সেপ্টেম্বর মাসে চালু করা হয়েছিল Jio AirFiber। আর মাত্র দেড় বছরের মধ্যেই জিও তাদের গ্রাহক সংখ্যা 2 কোটি ছাড়িয়ে ফেলেছে। T-Mobile যেখানে দাঁড়িয়ে রয়েছে 1.98 কোটি গ্রাহকে, সেখানে ভারতীয় এই সংস্থা মার্কিন কোম্পানিকে ছাপিয়ে গিয়ে একেবারে ইতিহাসের পাতায় নাম লিখে ফেলল।

কী এই ফিক্সড ওয়ারলেস অ্যাক্সেস?

বলে রাখি, ফিক্সড ওয়ারলেস অ্যাক্সেস এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে নির্দিষ্ট জায়গায় ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া হয়। আর এটি বিশেষভাবে গ্রামীণ এবং দুর্গম এলাকার জন্য উপযুক্ত, যেখানে ব্রডব্যান্ড পরিষেবা এখনো পৌঁছয়নি। আর Jio AirFiber সেই প্রযুক্তির উপর নির্ভর করেই ভারতের প্রতিটি কোনায় কোনায় দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ ডবল হবে সিগারেটের দাম, মদের দরও করবে রেকর্ড! GST নিয়ে আসছে বড় বদল

জানিয়ে রাখি, Jio 5G নেটওয়ার্ক ইতিমধ্যেই দেশের 98 শতাংশ জনসংখ্যার মধ্যে পৌঁছে গিয়েছে। পাশাপাশি এদের Plug-and-Play ডিভাইস খুব সহজেই ঘরে ইন্সটল করা যায়। সবথেকে বড় ব্যাপার, Jio AirFiber-র প্ল্যান শুরু হচ্ছে মাত্র 599 টাকা থেকে। আর গ্রামীণ বা টায়ার-2/3 শহরেও খুব সহজে এই নেটওয়ার্ক ছড়িয়ে পড়েছে। সে কারণেই জিও’র এত জনপ্রিয়তা।

এদিকে আন্তর্জাতিক বহু টেলিকম কোম্পানি এখনো পর্যন্ত জিও’র এই মডেলকে অনুপ্রেরণা হিসেবেই দেখছে। কারণ কম খরচে দ্রুত গতিতে কীভাবে একটি দেশ এত উচ্চমানের নেটওয়ার্ক পৌঁছে দিতে পারে, তা জিও জলজ্যান্ত উদাহরণ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group