বিক্রম ব্যানার্জী, কলকাতা: পকেটের যন্ত্রণা হবে দ্বিগুণ! কেননা, ফের রিচার্জ প্ল্যানের দাম বাড়াতে চলেছে ভারতের টেলিকম নেটওয়ার্ক সংস্থাগুলি। বেশ কয়েকটি রিপোর্টে অনুমান করা হয়েছে, বিগত বছরগুলির রিচার্জ প্ল্যানের মূল্য বৃদ্ধির ধারা অব্যাহত রেখে খুব শীঘ্রই রিচার্জ প্ল্যান নিয়ে গ্রাহকদের বড়সড় ধাক্কা দেবে Jio, Airtel এবং Vi-এর মতো টেলিকম নেটওয়ার্ক সংস্থাগুলি।
সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট দাবি করছে, ভারতের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio, গত জুনে শেষ হয়ে যাওয়া নতুন আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে তাদের প্রতিদ্বন্ধী সংস্থা Airtel-কে পার ইউজার রেভিনিউ ও মোট রেভিনিউর নিরিখে টপকে গিয়েছে।
কীভাবে Airtel-কে টপকে গেল Jio?
রিপোর্ট অনুসারে, মূলত হাই পেমেন্ট যুক্ত ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস ব্রডব্যান্ড ইউজার বৃদ্ধির কারণে মোট রেভিনিউ ও পার ইউজার রেভিনিউর নিরিখে Airtel-কে পেছনে ফেলে দিয়েছে আম্বানি সংস্থা Jio। বলে রাখি, জুনের ত্রৈমাসিকে রিলায়েন্স সংস্থা Jio তাদের অ্যাভারেজ ARPU 1.8 শতাংশ বৃদ্ধি করে 210 টাকায় পৌঁছে যাবে বলেই অনুমান করা হচ্ছে। আর সেই সূত্র ধরেই উন্নত পরিষেবার কারণে এবার রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়াতে পারে Jio সহ অন্যান্য টেলিকম নেটওয়ার্ক সংস্থাগুলি।
12 শতাংশ পর্যন্ত ট্যারিফ বৃদ্ধি করতে পারে টেলিকম নেটওয়ার্ক সংস্থাগুলি
প্রাপ্ত তথ্য অনুযায়ী, Airtel 249 টাকার উচ্চ ARPU আদায় করতে চায়। যদিও এর বৃদ্ধির হার আবার 1.6 শতাংশ কম। একই সাথে যদি Vi অর্থাৎ ভোডাফোন আইডিয়ার কথা বলা হয় সেক্ষেত্রে এই সংস্থাটি প্রথম ত্রৈমাসিকে তাদের বৃদ্ধি 1.6 শতাংশ পর্যন্ত দেখাতে পারে বলেই অনুমান করা হচ্ছে।
বলে রাখি, Airtel ও Jio দুই প্রতিদ্বন্দ্বী সংস্থার সাথে পাল্লা দিতে Vi প্রতিমুহূর্তে তাদের নেটওয়ার্ককে 5G-র উন্নত পরিষেবায় আপডেট করার চেষ্টা করে যাচ্ছে। বিশেষজ্ঞদের দাবি, এই প্রক্রিয়ার মাধ্যমে সংস্থাটি আগামী দিনে সবচেয়ে বেশি সংখ্যক ইউজার ধরে রাখতে পারবে।
এবার আসা যাক আসল কথায়, গবেষণা সংস্থা বোফা সিকিউরিটিজ তাদের রিপোর্টে বলছে, ভারতের টেলিকম নেটওয়ার্ক সংস্থাগুলি বিগত বছরগুলিতে রিচার্জ প্ল্যানের যে মূল্য বাড়িয়েছে তার প্রভাব এখনও রয়েছে সাধারণ জনগনের পকেটে। তবে ওই রিপোর্ট এও বলছে, টেলিকম নেটওয়ার্ক সংস্থাগুলি তাদের ট্যারিফ বৃদ্ধি করলে তা আগামী বছরের আগে সম্ভব নয়। সেক্ষেত্রে ওই রিপোর্টে বলা হয়েছে, টেলিকম নেটওয়ার্ক সংস্থাগুলি খুব সম্ভবত 12 শতাংশ ট্যারিফ বাড়াতে পারে।
অবশ্যই পড়ুন: Tata, Maruti-কে জোর টক্কর! ৬.৮৯ লক্ষ টাকায় দুর্দান্ত CNG গাড়ি আনল Nissan
উল্লেখ্য, বিগত বছরগুলিতে ক্রমাগত গ্রাহক সংখ্যা বাড়িয়ে Jio তাদের রেভিনিউ 2.7 শতাংশ বাড়িয়ে নিয়েছে। যার জেরে চলতি আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে কোম্পানিটির আর্থিক বৃদ্ধি 31,200 কোটি টাকায় পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে।
অন্যদিকে ওয়্যারলেস পরিষেবা থেকে Airtel সংস্থার আর্থিক বৃদ্ধি চলতি বছরের ত্রৈমাসিক অনুযায়ী 2.6 শতাংশ হারে বৃদ্ধি পেয়ে 27,305 কোটি টাকায় পৌঁছতে পারে বলেই আশা বিশ্লেষকদের। তবে দুই জায়ান্টের বিপুল আর্থিক বৃদ্ধির সম্ভাবনার মাঝে পিছিয়ে পড়েছে শুধুই ভোডাফোন আইডিয়া। রিপোর্ট বলছে গ্রাহক অনুযায়ী সংস্থাটির আয় 1.1 শতাংশ হারে বেড়ে চলতি আর্থিক বছরের ত্রৈমাসিক অনুযায়ী 11,100 কোটি টাকায় দাঁড়াতে পারে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |