প্রীতি পোদ্দার, কলকাতা: ফের প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে পেন ডাউন কর্মসূচির ডাক কলকাতা পুরসভার কর্মীদের! নেপথ্যে DA সহ উঠে এল একাধিক দাবি! গত ১৬ মে, সুপ্রিম কোর্ট এক অন্তর্বর্তী নির্দেশে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল যে তারা যেন আগামী ছয় সপ্তাহের মধ্যে, অর্থাৎ ২৭ জুনের মধ্যে, সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দেয়। কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ পালন করতে পারেনি। আর তাতেই এবার ক্ষোভ বাড়ল সকলের।
একাধিক দাবি কর্মীদের
এদিন এই কর্মসূচিতে ইঞ্জিনিয়ারদের দাবি ছিল যে রাজ্য সরকারকে শীঘ্রই বকেয়া মহার্ঘভাতা অবিলম্বে প্রদান করতে হবে৷ এছাড়াও রাজ্য সরকারের মতো কলকাতা পুরনিগমের কর্মী ও ইঞ্জিনিয়ারদের লিভ ট্রাভেল কনসেশন দিতে হবে। পাশাপাশি পঞ্চায়েত কর্মীদের মতো পুরকর্মীদের অবিলম্বে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনতে হবে৷
এখানেই শেষ নয়। এদিন তাঁরা আরও দাবি জানিয়েছে যে, ফ্যাক্টরি আইনের অধীনে শ্রমিক, কর্মচারী ও SI-দের অধিকার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পুনরায় প্রতিষ্ঠা করতে হবে ৷
কখন থেকে শুরু হয় এই কর্মসূচি?
এছাড়াও কলকাতা পুরনিগমের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের দীর্ঘদিনের দাবিগুলির মধ্যে অন্যতম আরও এক দাবি ছিল যে শূন্যপদের ৬৫ শতাংশ সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের মধ্যে থেকে প্রোমোশনের মাধ্যমে পূরণ করতে হবে। অনেকদিন আগেই যদিও কলকাতা পুরনিগমের ইঞ্জিনিয়ারদের এই বাম সংগঠনটি পেন ডাউনের হুঁশিয়ারি দিয়েছিলেন ৷ অবশেষে সেটি বাস্তবে রূপান্তরিত হয়। গতকাল, দুপুর থেকে পেন ডাউন কর্মসূচি শুরু করেন কর্মী ও ইঞ্জিনিয়াররা।
ক্ষুব্ধ সংগঠন
এদিকে KMC- র ইঞ্জিনিয়ারদের কর্মসূচি প্রসঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক মানস সিনহা জানিয়েছেন যে, “অবাক করা বিষয় হল পঞ্চায়েত কর্মীরা পর্যন্ত রাজ্য সরকারি স্বাস্থ্যবিমার টাকা পান ৷ আমরা পুরকর্মীরা সেই সুযোগ পাই না। এদিকে আমাদের মেয়র তিনি নিজেই রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। তাই আমরা কলকাতা কর্পোরেশনের কর্মীরা দীর্ঘদিন বকেয়া DA দেওয়া-সহ পাঁচ দফা দাবি করে চলেছি৷ আর এই দাবিগুলি সামনে রেখে আজকের এই পেন ডাউন কর্মসূচি পালন করা হয়েছে ৷”
আরও পড়ুন: ডিভিশন বেঞ্চে পিছিয়ে গেল OBC শংসাপত্র মামলা! কবে হবে শুনানি? জানাল হাইকোর্ট
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, এ দিন কলকাতা কর্পোরেশন ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশন দফতরের সামনে থেকে নিজেদের দাবিগুলির সপক্ষে বিক্ষোভ-মিছিল শুরু করেন ৷ এরপর মিছিল KMC-র বিভিন্ন বিভাগে ঘুরে পানীয় জল সরবরাহ বিভাগের ডিজি-র ঘরের সামনে শেষ হয় ৷ সেখানে ইঞ্জিনিয়ারদের একটি প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেন ডিজি-র কাছে ৷ তারপর বিক্ষোভ-মিছিল থেকে স্লোগান তোলা হয় পেন ডাউনের সমর্থনে ৷
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |