বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নেই ভারতের পেস বিভাগের স্তম্ভ জসপ্রীত বুমরাহ। তাই স্বাভাবিকভাবেই টিম ইন্ডিয়ার বোলিং আক্রমণের দায়িত্ব গিয়ে পড়ে মহম্মদ সিরাজের ওপর। যদিও প্রথমদিকে ভারতীয় তারকাকে নিয়ে কিছুটা হলেও চিন্তায় ছিলেন ভক্তরা, আদৌ বুমরাহর শূন্যস্থান তাঁর হাত দিয়ে ভরাট হবে কিনা সে বিষয়ে সংশয় ছিল নানা মহলে।
তবে অবশেষে ইংলিশদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ধ্বংসযজ্ঞ চালিয়ে নিজেকে প্রমাণ করলেন সিরাজ। একেবারে প্রথম ইনিংসেই 70 রান খরচ করে 6 উইকেট ভাঙেন ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। আর সেই সূত্র ধরেই, এবার অনন্য রেকর্ডে নাম জড়ালেন বুমরাহ, আকাশদীপদের সতীর্থ। বলে রাখি, গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসেই 6 উইকেট তুলে 32 বছর পর বড় কীর্তি গড়েছেন সিরাজ।
32 বছর পর এজবাসস্টনে ঘটল এমন ঘটনা
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের একেবারে শুরু থেকেই দাপট দেখিয়ে এসেছেন বুমরাহ। তবে দ্বিতীয় টেস্টে বিশ্রামে রাখা হয়েছে তাঁকে। তাই ভারতীয় বোলারের শূন্যস্থান পূরণ করেছেন সিরাজ। বেন স্টোকস বাহিনীকে একেবারে একার হাতে মাঠে বসিয়ে দিয়েছিলেন ইন্ডিয়ার এই ভরসাযোগ্য ক্রিকেটার। বলে রাখি, গতকাল 70 রান খরচ করে 6 উইকেট তুলেছিলেন সিরাজ।
তাঁর ভয়ঙ্কর বোলিং আক্রমণের সামনে পড়ে মাঠ ছাড়তে হয়েছে ইংল্যান্ড তারকা জ্যাক ক্রাউলি থেকে শুরু করে জো রুট, অধিনায়ক বেন স্টোকস, ব্রাইডন কার্স, জশ টাং ও শোয়েব বশিরকে। বলা চলে এদিন একেবারে বুমরাহর দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছিলেন তিনি। আর তাতেই তৈরি হয়ে গেল অনন্য রেকর্ড।
বলা বাহুল্য, গতকাল এজবাস্টনের মাটিতে সিরাজ যে কীর্তি গড়েছেন তা দীর্ঘ 32 বছর পর ঘটল। হ্যাঁ, 1993 সালের পর প্রথমবারের জন্য কোনও সফরকারী দলের হয়ে এজবাস্টনের মাঠে 6 উইকেট তুলেছেন সিরাজ। শুধু তাই নয়, পঞ্চম বোলার হিসেবে এই রণক্ষেত্রেই 5 উইকেট নিয়ে আগেই বড় রেকর্ডে নাম তুলেছেন টিম ইন্ডিয়ার এই ভরসাযোগ্য খেলোয়াড়।
অবশ্যই পড়ুন: কাটছে জট! শীঘ্রই শুরু হবে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজ, হয়ে গেল বৈঠক
উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে গতকাল 6 উইকেট তুলে নিজের কেরিয়ারের অন্যতম সেরা পারফরমেন্স দেখিয়েছেন সিরাজ। আর সেই সাথেই ইংল্যান্ডের মাটিতে 6 বা তার বেশি উইকেট নেওয়া ভারতীয় বোলারদের তালিকায় ইশান্ত শর্মা, অমর সিং, চন্দ্রশেখর, দিলীপ দোশি, ভুবেনশ্বর কুমারদের সাথেই নিজের নাম যুক্ত করে নিলেন টিম ইন্ডিয়ার এই তারকা পেসার।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |