বিক্রম ব্যানার্জী, কলকাতা: একেবারে তালিবানি কায়দায় চলবে বাংলাদেশের শাসন ব্যবস্থা! ক্ষমতায় এলে এমনটাই করে দেখানোর দাবি তুলেছেন ওপার বাংলার ইসলামিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মুফতি সৈয়দ মহম্মদ ফয়জুল করিম। প্রসঙ্গত, বিশ্বের ইতিহাসে ঐতিহাসিক এবং নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে রাশিয়া। প্রথমবারের জন্য রাশিয়ার মতো ক্ষমতাশালী দেশ আফগানিস্তানের তালিবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।
বাংলাদেশে শুরু হবে তালিবানি ধাঁচে শাসনব্যবস্থা?
রাশিয়ার তরফে আফগানিস্তানের তালিবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির পরই বাংলাদেশের তালিবানি শাসন নিয়ে তৈরি হয়েছে জল্পনা! কারণটা অবশ্য বাংলাদেশের উগ্র ইসলামী দল ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা ফয়জুল করিমের বক্তব্য।
সম্প্রতি বাংলাদেশের জাতীয় নির্বাচন সম্পর্কিত বক্তব্য রাখতে গিয়ে হঠাৎ ফয়জুল বলে বসেন, আমার দল যদি ক্ষমতায় আসে তবে দেশে শরিয়া আইন কার্যকর করব। এক বাংলাদেশি সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে ফয়জুল জানান, নির্বাচনে যদি আমরা জয়লাভ করি, তবে দেশে শরিয়া আইন কার্যকর করার মাধ্যমে তালিবানি কায়দায় শাসন ব্যবস্থা পরিচালিত হবে।
বাংলাদেশের ওই রাজনীতিক আরও বলেন, হিন্দু সহ দেশের সংখ্যালঘুরাও সরিয়া আইনের অধীনে অধিকার পাবে। এদিন মূলত শরিয়া আইনের মধ্যে দিয়ে কীভাবে দেশের জন্য ভাল কাজ করা যায় সে কথাই তুলে ধরেছিলেন করিম। সবশেষে তাঁর বক্তব্য ছিল, বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ ভাবমূর্তি এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
অবশ্যই পড়ুন: ‘সিন্ধু নদীতে হয় আমাদের জল বইবে, নয় ওদের রক্ত!’ বিরাট হুঁশিয়ারি পাকিস্তানের
উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় নির্বাচনের ঘোষণার পরও নানা মহল থেকে চাপ পাচ্ছেন ইউনূস। একদিকে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির তরফে স্পষ্ট জানানো হয়েছে, সংস্কার ছাড়া কোনও ভাবেই তারা নির্বাচনে অংশ নেবে না! এ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলাম বলেছিলেন, এমন নির্বাচন কখনই দেশের মানুষের স্বার্থে হতে পারে না!
এদিকে পাকিস্তানের ISI ও চিনকে লেলিয়ে দিয়ে দেশে অশান্তি তৈরির চেষ্টা করছে জামাত। একইভাবে নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা পেতে চাইছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি! সব মিলিয়ে একেবারে টালমাটাল অবস্থা ওপারে! আর সেসবের মাঝেই এবার ফয়জুল করিমের তালিবানি শাসন ব্যবস্থার উল্লেখ ইউনূসকে বাড়তি চাপ দেবে বলা যায়!
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |