বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিবার দুপুরে ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকল শিয়ালদহ স্টেশন। জানা যাচ্ছে, মহরম উপলক্ষ্যে এদিন একেবারে হাতে তলোয়ার নিয়ে স্টেশনের ভেতরে ঢুকে যান বেশ কয়েকজন ব্যক্তি। অস্ত্র হাতে শিয়ালদহ স্টেশনের অন্দরেই চলে দাপাদাপি!
আর তাতেই বেশ কয়েকজন নিত্যযাত্রী আহত হয়েছেন বলেই খবর পাওয়া যাচ্ছে। এমতাবস্থায়, আচমকা অস্ত্রধারীদের স্টেশনে দাপাদাপির ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করেছে শিয়ালদহ রেল স্টেশনের নিরাপত্তা নিয়ে। কাঠগড়ায় তোলা হচ্ছে রেল পুলিশ ফোর্সকেও!
জানুন গোটা ঘটনা
সদ্য এক নিত্যযাত্রীর ফেসবুক পোস্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শনিবার শিয়ালদহ স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে ঘটেছিল এই ভয়ঙ্কর ঘটনা। জানা গিয়েছে, এদিন দুপুর 12টা নাগাদ শিয়ালদহের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছিল ডাউন নৈহাটি লোকাল। যদিও পরবর্তীতে ওই ট্রেনটি কৃষ্ণনগর লোকাল হিসেবে ছাড়ার জন্য প্রস্তুতির কাজ চলছিল! এক নিত্যযাত্রী জানিয়েছেন, তিনি নৈহাটি লোকালের একেবারে শেষ কামরায় ছিলেন। সেখান থেকেই ওই যাত্রী দেখতে পান 3 নম্বর প্লাটফর্মে একসাথে প্রচুর লোক এসে জড়ো হয়েছে।
স্টেশনের ভিড় দেখে প্রাথমিকভাবে ওই প্রত্যক্ষদর্শীর মনে হয়েছিল সম্ভবত মহরম উপলক্ষ্যেই কৃষ্ণনগর লোকালে ওঠার জন্য অপেক্ষা করছিলেন যাত্রীরা। ওই ব্যক্তির সোশ্যাল মিডিয়া পোস্ট অনুযায়ী, আচমকা প্ল্যাটফর্মের সামনের অংশের যাত্রীরা ছোটাছুটি করতে শুরু করেন। শুরু হয় তুমুল চিৎকার। ওই ব্যক্তি দেখতে পান, বেশ কয়েকজন যুবক হাতে তরোয়াল নিয়ে উদ্যম নৃত্য করছেন! এরই মাঝে ভিড়ের মধ্যেই এক নিত্যযাত্রী মাথায় হাত দিয়ে প্ল্যাটফর্মে লুটিয়ে পড়েন।
তাঁর মাথা ফেটে প্রচন্ড রক্ত বেরোচ্ছিল। পরবর্তীতে ওই আহত যুবককে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য ঘটনাস্থলে পৌঁছেছিলেন তাঁর দিদিও। শিয়ালদহ স্টেশনের ওই প্রত্যক্ষদর্শীর দাবি, হঠাৎ করে দিনে দুপুরে শিয়ালদহ স্টেশনে তলোয়ার হাতে বেশ কয়েকজন যুবকের দাপাদাপির কারণেই আহত হয়েছেন নিত্যযাত্রীরা। আর এমন ঘটনার পরই প্রশ্ন উঠছে রেল পুলিশের ভূমিকা নিয়ে।
অবশ্যই পড়ুন: বাংলাদেশে চলবে তালিবানি শাসন! নির্বাচনের আগেই জানিয়ে দিলেন তিনি
প্রসঙ্গত, প্রকাশ্য দিবালোকে শিয়ালদহ স্টেশনের মতো জায়গায় মহরম উপলক্ষ্যে খোলা হাতে তরোয়াল নিয়ে দাপাদাপির ঘটনা একেবারেই ভাল চোখে দেখছেন না সুবুদ্ধি সম্পন্নরা। যদিও সূত্রের খবর, এদিন কৃষ্ণনগর লোকাল থেকে বেশ কয়েকটি তলোয়ার উদ্ধার করে রেল পুলিশ। তবে মহরমের আগে কীভাবে ওই যুবকেরা হাতে অস্ত্র নিয়ে স্টেশন ঢুকে গেল সেসব নিয়ে এবার শিয়ালদহের রেল পুলিশ ফোর্সকে কাঠগড়ায় তুলেছেন যাত্রীরা! তবে আপাতত যা খবর রেল কর্তৃপক্ষ বা জিআরপি-র তরফে এখনও পর্যন্ত কোনও বড়সড়ক পদক্ষেপ নেওয়া হয়নি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |