পিছল রোহিত, বিরাটের কামব্যাক! কেন টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফর বাতিল করল BCCI?

Published on:

Why was Team India's tour of Bangladesh cancelled for the India vs Bangladesh series

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগস্টে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের প্রাক্কালে হঠাৎ বাংলাদেশ সফর বাতিল হয়ে গেল ভারতীয় দলের। আর সেই সাথেই, অপেক্ষা বাড়ল রোহিত শর্মা ও বিরাট কোহলির কামব্যাক নিয়েও। হ্যাঁ, চ্যাম্পিয়নস ট্রফির পর টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেওয়ায় দুই পছন্দের মহারথীকে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দেখার সৌভাগ্য হতো ভক্তদের। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে আপাতত বাতিল টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফর। যার জেরে স্বাভাবিকভাবেই, পিছিয়ে গেল রোকো জুটির কামব্যাক।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ঠিক কোন কারণে বাংলাদেশে ভারতীয় দল পাঠাচ্ছে না BCCI?

গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে জিতিয়ে হঠাৎ একসাথে অবসর নেন, রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। এরপর কিছুটা সময় পেরিয়ে সম্প্রতি টেস্ট থেকেও নিজেদের সরিয়ে নেন রোহিত-বিরাট জুটি। কাজেই আশা ছিল আগস্টে বাংলাদেশের বিরুদ্ধে দেখা মিলবে দুই মহাতারকার। তবে সেসবের মাঝেই আচমকা স্থগিত হয়ে গেল ভারত বনাম বাংলাদেশ সিরিজ। বাতিল টিম ইন্ডিয়ার পদ্মা পাড় সফরও। কিন্তু কেন?

শনিবার, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সরকারিভাবে জানানো হয়েছে, আপাতত বাংলাদেশ সফরে যাবে না ভারতীয় দল। এক বিবৃতিতে BCCI সাফ জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মিলিত সিদ্ধান্তে আপাতত স্থগিত করা হয়েছে আগস্টের ওয়ানডে সিরিজ। যদিও ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ মনে করছেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন ও খারাপ সম্পর্কের কারণেই বাতিল হয়ে গেল টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফর। যদিও শীঘ্রই এই সিরিজটি আয়োজন করা হবে বলেই জানানো হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কবে অনুষ্ঠিত হতে পারে রোহিত, বিরাটের কামব্যাক সিরিজ?

বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরুর আগেই স্থগিত হয়ে গিয়েছে দুই প্রতিবেশীর ক্রিকেট মহারণ। এমতাবস্থায়, রোহিত শর্মা ও বিরাট কোহলির কামব্যাক নিয়ে অপেক্ষা বেড়েছে ভক্তদের! তবে জানা যাচ্ছে, আর খুব একটা বেশি দিন অপেক্ষা করে থাকতে হবে না ভারতীয় সমর্থকদের। কোনও অঘটন না ঘটলে আসন্ন অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে কামব্যাক করতে পারেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। বলে রাখি, অজি বাহিনীর বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবে ভারতীয় দল। আগামী 19 অক্টোবর থেকেই সেই আসর শুরু হওয়ার কথা।

অবশ্যই পড়ুন: বকেয়া DA দেওয়ার আগেই বেতন বৃদ্ধি! বড় সিদ্ধান্তের পথে রাজ্য সরকার

উল্লেখ্য, দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েন ও সম্পর্কের দৈন্যদশার কথা মাথায় রেখে শেষমেষ স্থগিত হয়ে গিয়েছে ভারত বনাম বাংলাদেশের ওয়ানডে সিরিজ। তবে সূত্রের যা খবর, ভারতীয় ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মিলিত সিদ্ধান্তে 2026 সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে পারে টিম ইন্ডিয়া বনাম বাংলাদেশ টাইগারদের ওয়ানডে মহারণ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group