বিক্রম ব্যানার্জী, কলকাতা: কম সময়ে মোটা অঙ্কের রিটার্ন পেতে হলে বেছে নিতে হবে পোস্ট অফিসের আকর্ষণীয় স্কিমগুলি। আসলে ঝুঁকিহীন বিনিয়োগের জন্য ভারতীয়দের প্রথম পছন্দ ইন্ডিয়ান পোস্ট অফিস। তাই তো বেসরকারি ব্যাঙ্কগুলির দাপাদাপির মাঝেও সগর্বে দশকের পর দশক ধরে রাজত্ব করে আসছে এই সরকারি প্রতিষ্ঠানটি।
তবে আজকের প্রতিবেদনের মূল আলোচ্য বিষয়, ভারতীয় পোস্ট অফিসের এক বিশেষ স্কিম। যেখানে বিনিয়োগ করলে একেবারে অল্প সময়ে কোনও রকম ঝুঁকি ছাড়াই মোটা অঙ্কের রিটার্ন পাবেন গ্রাহকরা। চলুন জেনে নেওয়া যাক সেই স্কিমেরই খুঁটিনাটি।
অল্প সময়ে মোটা রিটার্ন দেয় এই স্কিম
ভারতীয় পোস্ট অফিসের অন্যান্য সব জনপ্রিয় স্কিমের মাঝেই তারার মতো জ্বল জ্বল করছে একটি গ্রাহক বাঁচানো স্কিম। হ্যাঁ, এটি আসলে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম। যা মূলত সরকার দ্বারা পরিচালিত। বলে রাখি, পোস্ট অফিসের অন্যান্য স্কিমের পাশাপাশি এই স্কিমেও বিনিয়োগের ক্ষেত্রে কোনও দ্বিতীয় চিন্তা করতে হবে না গ্রাহকদের।
কেননা, খোদ সরকার এই স্কিমে জমা অর্থের নিরাপত্তা দেয়। বলা বাহুল্য, ভারত সরকারের এই স্কিমটিতে একবার বিনিয়োগ করলে অল্প সময়ের মধ্যে মোটা টাকা রিটার্ন পেতে পারেন আপনি। এই স্কিমে বাৎসরিক সুদের হার 7.7 শতাংশ।
মাত্র 5 বছরে পেয়ে যাবেন 36 লাখ টাকা
যেসব বিনিয়োগকারী অল্প সময়ের মধ্যে নিজের কষ্টার্জিত অর্থকে মোটা টাকায় পরিণত করতে চান তাদের জন্য এই স্কিম সবচেয়ে সেরা। সে ক্ষেত্রে বলি, মাত্র 5 বছরের মধ্যে এই স্কিম থেকে 36 লাখ টাকা পেতে পারেন আপনি। কীভাবে?
একজন গ্রাহক যদি পোস্ট অফিসের এই সরকারি স্কিমটিতে 5 বছরের জন্য 25 লাখ টাকা বিনিয়োগ করেন, তবে ওই নির্দিষ্ট মেয়াদে বাৎসরিক 7.7 শতাংশ সুদের হারে একসাথে 36.47 লক্ষ টাকা পাবেন তিনি। হিসেব বলছে, মাত্র 5 বছরে 25 লাখ টাকা বিনিয়োগ করে অতিরিক্ত 11.47 লাখ টাকা সুদ পেয়ে যাবেন বিনিয়োগকারী।
অবশ্যই পড়ুন: শুভাংশু শুক্লা সহ ISS-কে দেখা যাবে ভারতেই! কখন, কোথায় জেনে নিন সময় ও তারিখ
উল্লেখ্য, পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে মাত্র 1 হাজার টাকা টাকা থেকে বিনিয়োগ করা যায়। তবে এই সরকারি প্রকল্পে বিনিয়োগের কোনও সর্বোচ্চ সীমা নেই। কাজেই যত খুশি ইচ্ছে এই স্কিমে বিনিয়োগ করা যেতে পারে। বলে রাখি, এই প্রকল্পে বিনিয়োগের জন্য পোস্ট অফিসে গিয়ে শুধুমাত্র বেসিক KYC করাতে হবে। সবচেয়ে বড় কথা, নিজের সন্তানদের নামেও এই স্কিমে বিনিয়োগ করা সম্ভব।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |