সহেলি মিত্র, কলকাতাঃ তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রোজেক্ট নিয়ে সামনে এল ফের বড় আপডেট। কয়েকদিন আগেই জানা গিয়েছিল, ভাবাদিঘির জট কেটেছে। সেখানে রেলের কাজও শুরু হয়েছে। এবার জানা গেল, এই রেল প্রকল্পে যে ৬০০ মিটারের কাজ কিছুতেই এগোচ্ছিল না এখন সেখানেও রেলের তরফে কাজ শুরু হল। অর্থাৎ দীর্ঘ প্রতীক্ষিত এই রেল প্রকল্পের কাজের ক্ষেত্রে আর কোনওরকম বাধা রইল না। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
ভাবাদিঘিতে শুরু হল রেলব্রিজের কাজ
বেশ কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে দেখা যাচ্ছিল, ভাবাদিঘিতে রেল ব্রিজের কাজ শুরু হয়েছে। এছাড়া যে যে জায়গায় কাজ আটকে ছিল সেখানেও শুরু হয়েছে। এবার সেই খবরেই কার্যত শিলমোহর পড়ল। জানা গিয়েছে, অবশেষে সব বাধা কাটিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে ভাবাদিঘিতে রেল ব্রিজের কাজ শুরু করে দিয়েছে রেল দফতর। তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্পের ৮২.৪৭ কিলোমিটারের মধ্য মাত্র ৬০০ মিটারের কাজ হচ্ছিল না কিছুতেই। এই কাজ শুরু হওয়ার ফলে খুশি সকলেই।
তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্পে মেগা আপডেট
এই রেল প্রোজেক্ট শুরু হওয়ার ফলে অনেকেই আশাবাদী, তারকেশ্বর এবং বিষ্ণুপুরের মতো দুই মন্দির নগরীতে যাওয়া আরও সহজ হবে। সবথেকে বড় কথা, হাওড়া আরও কাছে হবে সকলের জন্য। ভাবাদিঘির ৬০০ মিটার বাদ দিয়ে গোঘাট ও কামারপুকুর পর্যন্ত রেললাইন পাতার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত ট্রেন চলছে ও অন্যদিকে বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্ত রেলের সিআরএস হয়ে গিয়েছে। রেলের তরফে কামারপুকুর ও জয়রামবাটির মধ্যে রেললাইনের কাজ জোরকদমে চলছে। তৈরি হয়ে গিয়েছে কামারপুকুর রেল স্টেশনও। অন্যদিকে বাঁকুড়া, পুরুলিয়া অবধি হাওড়া থেকে নতুন MEMU ট্রেনও দিয়েছে রেল। ফলে একবার এই প্রোজেক্টের কাজ শেষ হয়ে গেল বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া, তারকেশ্বর, বিষ্ণুপুরের মধ্যে দূরত্ব অনেকটাই ঘুঁচবে।
আরও পড়ুনঃ ‘সঞ্জয় কারোলের বেঞ্চে যাওয়ার ভয়ে রয়েছে রাজ্য সরকার!’ DA মামলার লেটেস্ট আপডেট
এর আগে ভাবাদিঘির মানুষ বারবার দাবি জানিয়ে আসছিলেন যে দিঘি বাঁচিয়ে রেলপথ তৈরি করতে। যাইহোক, সম্প্রতি কলকাতা হাইকোর্ট জানিয়েছিল যে ভাবাদিঘি যতটা সম্ভব বাঁচিয়ে রেল প্রকল্প তিন মাসের মধ্যে এগিয়ে নিয়ে যাওয়ার। এমনকি সুপ্রিম কোর্টও ভাবাদিঘি যতটা সম্ভব রক্ষা করা যায় কি না তা দেখার পরামর্শ দিয়েছিল রেলকে। রেলের যুক্তি, এই রেল প্রকল্প থমকে রয়েছে গোঘাটের ভাবাদিঘির বাসিন্দাদের একাংশের আপত্তিতে। এই বিষয়ে রেলের তরফে বারবার উন্নয়নমূলক প্রচার চালানো হলে খালি হাতেই ফিরতে হয়েছে। তবে এবার এই সমস্যা মিটেছে বলে দাবি করা হচ্ছে। এখন দেখার কবে এই রুটে ট্রেন পরিষেবা শুরু হয় সেদিকে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |