ঋণ নিলে হবে লাভ, সুদের হার কমিয়ে কোটি কোটি গ্রাহককে বিরাট সুখবর দিল PNB

Published on:

PNB Interest Rate

সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন সাধারণ মানুষের উপর ঋণের বোঝা বাড়ছে। তবে এবার ঋণগ্রহীতাদের জন্য আসলো বিরাট সুখবর। কারণ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সম্প্রতি 5 বেসিস পয়েন্ট সুদের হার (PNB Interest Rate) কমিয়েছে। হ্যাঁ, এই পরিবর্তন 1 জুলাই থেকেই কার্যকর হয়েছে। ফলে নতুন থেকে শুরু করে পুরনো ঋণগ্রহীতাদের জন্য বিরাট স্বস্তির খবর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কোন ঋণ কমানো হচ্ছে?

জানা যাচ্ছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবার মার্জিনাল কস্ট অব ফান্ড বেসড লেন্ডিং রেট (MCLR) কমিয়েছে। আর এটি এমন একটি মানদন্ড, যার মাধ্যমে কোনও ব্যাঙ্ক সাধারণভাবে ঋণ দিতে পারে না। মূলত ফ্লোটিং রেটভিত্তিক ঋণের ক্ষেত্রে এই হাড় অনুযায়ী সুদ হিসাব করা হয়। আর যখন MCLR কমে যায়, তখন হোম লোন থেকে শুরু করে কার লোনের EMI অনেকটাই কমে। ফলে গ্রাহকদের আর্থিক সুরহা হয়।

নতুন MCLR রেট

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, একদিন মেয়াদে 8.20% সুদ দিতে হবে, 1 মাস মেয়াদের জন্য 8.35%, 3 মাস মেয়াদের জন্য 8.55%, 6 মাস মেয়াদের জন্য 8.75%, 1 বছর মেয়াদের জন্য 8.90% এবং 3 বছর মেয়াদের জন্য 9.20% পর্যন্ত সুদ দিতে হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ এবার কী দরপতন? সোনা মজুত নিয়ে বড় সিদ্ধান্ত নিল RBI

পুরনো এবং নতুন ঋণগ্রহীতাদের কতটা লাভ হবে?

যারা হোম লোন বা কার লোন ফ্লোটিং রেটে এবং MCLR হিসাবে নিয়েছেন, তাদের রিসেট সাইকেলের মাধ্যমে EMI অনেকটাই কমতে পারে। এমনকি যারা নতুন ঋণ নেওয়ার কথা ভাবছেন, তাদের জন্যও সুদের হার অনেকটা কম হতে পারে এবং ঋণ নেওয়া তুলনামূলকভাবে সহজ হবে।

তবে হ্যাঁ, যাদের ঋণ ফিক্সড ডিপোজিট রেটে নেওয়া, তাদের ক্ষেত্রে এই পরিবর্তনের কোনোরকম প্রভাব পড়বে না। তবে যাদের ঋণ ফ্লোটিং রেটে নেওয়া, তাদের জন্যই সোনায় সোহাগা সুযোগ। এমনকি আগামী মাসগুলোতেই খুব কম রেটে লোন পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group