জয়ের পরও খুশি নন! তৃতীয় টেস্টের প্রথম একাদশে বড় বদলের ঘোষণা শুভমন গিলের

Published on:

There will be changes in Team India's Winning Xi for India Vs England 3rd test

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথম টেস্টের পরাজয় যন্ত্রনা দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে মিটিয়ে নিয়েছে ভারতীয় দল। অপেক্ষা এখন ইংলিশদের বিরুদ্ধে তৃতীয় টেস্টের। তবে লর্ডসের মাঠে ইংরেজদের মুখোমুখি হওয়ার আগেই উইনিং কম্বিনেশন বদলে ফেলার কথা জানালেন শুভমন! তাহলে কি তৃতীয় টেস্টে নামবে না জয়ী দল? সেক্ষেত্রে কাদের নিয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধজয়ের লড়াই লড়বে ভারত?

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তৃতীয় টেস্টে বদলে যাবে উইনিং কম্বিনেশন?

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নিজেদের লক্ষ্য পূরণ করেছে ভারত। 336 রানের পাহাড় প্রমাণ ব্যবধানে জিতে একাধিক বিশ্বরেকর্ডে নাম জড়িয়েছে শুভমনদের। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে সাফল্যের পরই সাংবাদিকের মুখোমুখি হয়ে শুভমন বলে দিলেন অন্য কথা। আর তাতেই বোঝা যাচ্ছে, হয়তো দ্বিতীয় টেস্টের ময়দানে দেখা যাবে না গতকালের জয়ী একাদশের সকলকে!

গতকাল বার্মিংহামের এজবাস্টনে জয়ের পতাকা উড়িয়ে শুভমন প্রমাণ করেছেন ভারতীয় দলকে জেতাতেই তাঁর অধিনায়ক হওয়া! রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, বিরাট কোহলিদের পর সপ্তম অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে জয় পেলেন শুভমন। এখন লক্ষ্য গোটা সিরিজ পকেটে পোরা! তবে তার আগে এক সাক্ষাৎকারে শুভমনের গলায় শোনা গেল প্রশংসার সুর।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

গতকাল ম্যাচের পর এক সাংবাদিকের সাথে কথা বলতে গিয়ে শুভমন জানান, প্রথম ম্যাচের পর আমরা যা বলেছিলাম তেমনটাই হয়েছে। সব ঠিকই ছিল। আমাদের বোলিং এবং ফিল্ডিং ছিল দেখার মতো। আমরা প্রত্যেকেই জানতাম যে যদি আমরা এমন উইকেটে 400-500 রান করি, তাহলে ম্যাচ আমাদের হাতেই থাকবে।

এদিন গিল যোগ করেন আগামীতে আমরা এত ক্যাচ মিস করব না! এরপরই আকাশদীপ প্রসঙ্গে কথা বলতে গিয়েই শুভমন বলে দেন, ও একেবারে হৃদয় দিয়ে বল করেছে। আকাশদীপ যে লাইন এবং লেন্থে আঘাত করেছে তাতে বলটি দুদিকেই সুইং। এমন উইকেটে এই কাজ সত্যিই প্রশংসনীয়!

অবশ্যই পড়ুন: ইংল্যান্ডের দাদাগিরি ঘুঁচিয়ে দিয়েছে ভারত! দ্বিতীয় টেস্টে জিতে ৫ বিশ্বরেকর্ড গড়ল টিম ইন্ডিয়া

সবশেষে শুভমনকে 10 জুলাই, লর্ডসের তৃতীয় টেস্ট নিয়ে প্রশ্ন করা হলে অধিনায়ক বলেন,আমি আমার খেলা নিয়ে স্বাচ্ছন্দ বোধ করছি। এক্ষেত্রে যদি নিজের ওপর দায়িত্ব নিয়ে জিততে পারি তাহলে সবচেয়ে বেশি খুশি হব। আমি আগেও বলেছি, আমি একজন ব্যাটসম্যান হিসেবে খেলি। নিজেকে একজন ব্যাটসম্যান হিসেবেই দেখতে চাই। এরপরই শুভমন বলে দেন, তৃতীয় টেস্টে ফিরছেন বুমরাহ। আমি প্রচন্ড উত্তেজিত। ছোট থেকে লর্ডসের মতো ঐতিহ্যপূর্ণ স্টেডিয়ামে খেলা আমার স্বপ্ন ছিল! অবশেষে তা পূরণ হতে চলেছে…

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group