প্রীতি পোদ্দার, কলকাতা: দুধের মধ্যেই মেশাচ্ছেন নিজের থুতু! তারপরে সেই দুধই দিচ্ছেন গ্রাহককে! লখনউয়ের গোমতীনগর এলাকায় এক দুধ বিক্রেতার কীর্তিতে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। এই ঘৃণ্য মানসিকতার ভিডিও প্রকাশ্যে আসতেই ক্ষিপ্ত জনতা। আটক করা হয়েছে অভিযুক্তকে। এই ঘটনার মাধ্যমে ফের ধর্ম সম্প্রদায় নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
ঘটনাটি কী?
ঘটনাটি ঘটেছে লখনউয়ের গোমতীনগর এলাকায়। সেখানে এক দুধ বিক্রেতার অমানবিক কান্ডকারখানায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। ভাইরাল হয়ে গিয়েছে সেই সিসিটিভির ভিডিওটি। সেই ভিডিওতে দেখা গিয়েছে, দুধের বালতি নিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে মহম্মদ ওরফে পাপ্পুকে।
দুধ দেওয়ার আগে বালতির ঢাকনা খুলে সে তাতে থুতু ফেলে আবার ঢাকনা দিয়ে বাক্সটি বন্ধ করে দিয়েছে। এবং সেই দুধই দেওয়া হল গ্রাহককে। এই ঘৃণ্য ঘটনায় সঙ্গে সঙ্গে পুলিশে অভিযোগ করেছে লভ শুক্লা নামের ওই গ্রাহক।
পুলিশের কাছে অভিযোগ গ্রাহকের
তিনি পুলিশের কাছে দাবি করেছেন যে, তাঁর বাড়িতে দুধ দিতে এসে এই কাণ্ড ঘটিয়েছেন পাপ্পু। দিনের পর দিন তাঁকে ভরসা করে গ্রাহক সেই দুধ বাড়িতে ব্যবহার করার পাশাপাশি পুজোর কাজেও ব্যবহার করেন। অভিযোগ নেওয়ার পর সঙ্গে সঙ্গে পুলিশ সেই সিসিটিভি ফুটেজটি সংগ্রহ করেন এবং সেই দুধওয়ালাকেও আটক করা হয়। অন্যদিকে যারা ওই দুধ বিক্রেতার থেকে দুধ নিতেন, সিসিটিভি ফুটেজ দেখার পর তাঁরা রীতিমতো আতঙ্কিত।
Lucknow: Milk Vendor Spits Into Can Before Delivery; Arrested After CCTV Footage Goes Viral (Watch).
The man, who initially identified himself as “Pappu,” was confirmed by police to be Mohammad Sharif of Malhaur. pic.twitter.com/lFyz2Kv69M
— The Gorilla (News & Updates) (@iGorilla19) July 6, 2025
ধর্ম সম্প্রদায় নিয়ে উঠছে প্রশ্ন
এদিকে গত বছর উত্তরপ্রদেশ সরকার খাদ্যদ্রব্যে থুতু ফেলা এবং প্রস্রাব মেশানোর অভিযোগের পরে একাধিক নির্দেশিকা জারি করেছিল। সেপ্টেম্বরে, সাহারানপুর জেলার একটি খাবারের দোকানে এক কিশোরের রুটি তৈরির সময় রুটির উপর থুতু ফেলার একটি ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যার ফলে মালিককে গ্রেফতার করা হয়েছিল। তারপর দুধে থুতু ফেলার এই ঘটনা সকলকে চমকে দিয়েছে। উঠে আসছে ধর্ম নিয়ে প্রশ্ন।
আরও পড়ুন: স্টেশনে প্রসব যন্ত্রণা! ছুরি, চুলের ক্লিপ দিয়েই যা করলেন চিকিৎসক, ধন্য ধন্য করছে সবাই
বেশ কিছু হিন্দু সংগঠন ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। তাঁদের দাবি, এটা শুধু অপরাধ নয়, ধর্মীয় অপমানও বটে। এমনকি ‘অখিল ভারত হিন্দু মহাসভা’ জানিয়েছে যে, “দোষীর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়া হোক। এটা খুবই স্পর্শকাতর বিষয়। অনেকেই শিবের আরাধনায় দুধ ব্যবহার করেন। এইভাবে হিন্দু ধর্মাবলম্বীদের অপমান মেনে নেওয়া যায় না।”
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |