কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়বে তিনগুণ? অষ্টম পে কমিশন নিয়ে বিরাট সুখবর

Published on:

8th Pay Commission

সৌভিক মুখার্জী, কলকাতা: 2027 সাল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আশার আলো হয়ে আসছে। কারণ মন্ত্রিসভার অনুমোদিত অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) সুপারিশ আসতে চলেছে এবার। শোনা যাচ্ছে, কর্মচারীদের বেতন নাকি এবার তিনগুণ পর্যন্ত বাড়তে পারে! হ্যাঁ, এমনই ইঙ্গিত মিলেছে প্রাথমিক প্রস্তাবে। আদৌ কি তাই? চলুন একটু জেনে নিই।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অষ্টম বেতন কমিশন আসলে কী?

ভারত সরকারের আওতায় কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের বেতন এবং ভাতাগুলিকে পুনর্বিন্যাসের জন্য নিয়মিত বেতন কমিশন গঠন করা হয়। আর এতে শুধুমাত্র বেসিক পে বা গ্রেড পে নয়, বরং অবসরকালীন পেনশন এবং অন্যান্য সুবিধাগুলিও বাড়ে। বলে রাখি, 2016 সালের প্রথমবার সপ্তম বেতন কমিশন চালু হয়েছে। আর এবার পালা অষ্টম বেতন কমিশনের। অনুমান করা হচ্ছে, 2027 সাল নাগাদই এই নতুন কমিশন কার্যকর করা হতে পারে।

বেতন কতটা বাড়তে পারে?

সূত্র বলছে, বর্তমানের ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 থেকে বাড়িয়ে 2.86 পর্যন্ত করা হতে পারে। আর এই ফিটমেন্ট ফ্যাক্টরের মাধ্যমে পূর্ববর্তী বেতনকে গুণ করে নতুন বেসিক নির্ধারণ করা হয়। সেই হিসেবে লেভেল-1 কর্মী, যাদের বর্তমান বেসিক বেতন 18,000 টাকা, তাদের বেতন পৌঁছতে পারে 51,480 টাকায়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

একইভাবে লেভেল-2 কর্মীদের মূল বেতন 19,900 টাকা থেকে বেড়ে 56,914 টাকা হতে পারে। লেবেল-3 কর্মীদের বেতন 21,700 টাকা থেকে 62,062 টাকা পর্যন্ত পৌঁছতে পারে। লেভেল-6 কর্মীদের বেতন 35,400 টাকা থেকে 1 লক্ষ টাকার বেশি হতে পারে এবং লেভেল-10 কর্মীদের বেতন 56,000 টাকা থেকে 1.6 লক্ষ টাকায় পৌঁছতে পারে।

আরও পড়ুনঃ পাকিস্তানের ছোঁড়া চিনা PL-15E মিসাইল পড়েছিল দেশে, এবার সেটির প্রযুক্তি ফাঁস করবে ভারত

কারা কারা নতুন বেতন কমিশনের আওতায় আসবে?

জানা যাচ্ছে, নতুন বেতন কমিশনের সুপারিশের প্রভাব পড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের উপর। মূলত মাল্টি-টাস্টিং স্টাফ, কনস্টেবল, ক্লার্ক, ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং উচ্চপদস্থ অফিসারদের বেতনে বিরাট পরিবর্তন আসবে। এর পাশাপাশি পেনশনভোগীদের জীবনেও প্রভাব পড়বে।

তবে যদিও এখনো পর্যন্ত কেন্দ্র সরকারের তরফ থেকে কোনও অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়নি।  এমনকি রেফারেন্স, চেয়ারম্যান বা কমিশনের সদস্যদের নামও ঘোষণা করা হয়নি। কিন্তু কর্মচারী মহলে চলছে জোর জল্পনা। সরকার চাইছে, মূলত সরকারি কর্মচারীদের বেতন কাঠামোকে বর্তমান মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে। এখন দেখার কমিশনের ঘোষণা কবে নাগাদ আসে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group