উলঙ্গ হয়ে মাথায় হেলমেট পরে বাইক চালাচ্ছেন যুবক! ভাইরাল ভিডিও দেখে তাজ্বব সবাই

Published on:

A shocking incident happened in Sulekha, viral video

সৌভিক মুখার্জী, কলকাতা: কখনো কখনো এমন কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে (Viral Video) পড়ে, যা দেখে রাতারাতি শোরগোল পড়ে যায় নেটপাড়ায়। আর এবারও তাই হল। হ্যাঁ, পুরো উলঙ্গ হয়ে বাইক চালাচ্ছেন এক ব্যক্তি! শুনতে অবাক লাগলেও এক্কেবারে সত্যি! ঘটনাটি ঘটেছে এক ব্যস্ততম এলাকায়, যা বর্তমানে সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ঠিক কী ঘটেছিল?

সম্প্রতি অভিষেক ভট্টাচার্য নামের এক ফেসবুক ব্যবহারকারী তার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন। আর সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি পুরো উলঙ্গ অবস্থায় বাইক চালিয়ে যাচ্ছেন। অথচ তার মাথায় কিন্তু হেলমেট রয়েছে, কিন্তু পড়নে কিছু নেই। রাতের খাবার শেষ করে সেই নাগরিক যখন রেস্টুরেন্ট থেকে বেরোচ্ছেন, হঠাৎ তাঁর নজরে আসে এরকম তাজ্জব দৃশ্য।

এরকম ঘটনা দেখে চারপাশে শোরগোল পড়ে যায়। এমনকি তিনি তার স্মার্টফোনে মুঠোবন্দি করতেও ভোলেননি। জানা যাচ্ছে, ওই ব্যক্তি নাকি কিছুক্ষণ আগেই বাইক রেখে পরিপাটি পোশাকে গিয়েছিলেন। আর ফিরে এসেছেন সম্পূর্ণ নগ্ন অবস্থায়। মানে ভাবতে পারছেন? আশেপাশের লোকজন দেখে শুধু হতবাক! কারোর মুখে কোনও কথা নেই। সবাই একে অপরের দিকে তাকিয়ে শুধু হাসাহাসি করছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

 

18+ প্রাপ্তবয়স্কদের জন্য এই ভিডিওটি 😂😂😂
কাল রাতে শুলে-খার গল্পঃ

রাত্রিবেলা কত রকমের মানুষজন দেখা যায়, কাল রাতে ডিনার করতে গিয়েছিলাম সুলেখাতে, দেখি এরকম একটা মানুষ আমাদের সামনে আসলো আশেপাশে কোথাও একটা গিয়েছিল বাইক রেখে, যখন গিয়েছিল জামাকাপড় পরা ছিল, তারপর যখন আসলো শরীরে একটা কাপড় ছিল না।

ওই অবস্থায় বাইক নিয়ে চলে গেল।

নিশ্চয়ই পরকীয়া। 😂😂😂

ইউটিউব বা সিনেমাতে দেখেছি এরকম, রিয়েলিটিতে কালকে চোখের সামনে হল।

পুরো ভিডিওটা করিনি কারণ নিজেরাই অবাক ছিলাম, যে এটা কি হলো।

Disclaimer … এই ভিডিওটি শুধু এন্টারটেইনমেন্ট এর জন্য করা হয়েছে কোন ব্যক্তিকে পার্সোনাল অ্যাটাক করার জন্য না…
মজা হিসাবে নেবেন 😂😂

Posted by Abhishek Bhattacharjee on Friday, July 4, 2025

অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নামের ওই ব্যক্তি ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন—আমরা নিজেরাই পুরো হতবাক হয়ে গিয়েছিলাম। আসলে পুরো ভিডিওটা আমরা করিনি। কারণ ব্যাপারটা অকল্পনীয় মনে হচ্ছিল। কোনও সিনেমার দৃশ্য যেন সামনে চলে এসেছে। ইউটিউব আর সিনেমাতেই দেখেছি এরকম দৃশ্য। রিয়েলিটিতে কোনোদিন চোখে পড়েনি। আজ দেখে সত্যিই অবাক হলাম। 

আরও পড়ুনঃ এবছর গনেশ চতুর্থী কবে? দেখুন তিথি-নক্ষত্র, দিনক্ষণ ও পূজা করার নিয়ম

ভিডিওটিকে কেন্দ্র করে নেটিজেনরা কমেন্টে লিখছে, সবই পরকীয়ার ফল। কেউ বলছেন, পুলিশ বলেছে হেলমেট পড়তে। জামা কাপড় পরতে হবে, এরকম তো কোনও জায়গায় লেখা নেই। কেউ আবার আজব ব্যাপার বলেই উড়িয়ে দিচ্ছেন। আবার কেউ কেউ নিজের টাইমলাইনে শেয়ার করে রাখছেন এই তাজ্জব দৃশ্য।

যদিও ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়ে গিয়েছে, তবে ওই ফেসবুক ব্যবহারকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্যই তৈরি। কাউকে ব্যক্তিগতভাবে কোনও আঘাত দেওয়ার জন্য নয়। সবাই মজার ছলেই নিন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group