গরমে কুল হওয়ার আশা শেষ? শিয়ালদহ ডিভিশনে AC লোকাল নিয়ে চরম দুঃসংবাদ!

Published on:

Eastern Railway is worried about AC Local train in Sealdah division

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দম বন্ধ করা গরমে ভিড়ে ঠাসা লোকাল ট্রেনে উঠেছেন কখনও? অস্বস্তিটা ঠিক কতটা হয়, তা বুঝবেন শুধুই বনগাঁ লোকাল কিংবা মাঝেরহাটের নিত্যযাত্রীরা! তবে হাড়ভাঙা খাটুনির পর যাত্রীদের কষ্টটা কিছুটা কমাতে শিয়ালদহ ডিভিশনে এসে পৌঁছেছিল এসি লোকাল। যা নিয়ে লম্ফঝম্প কম করেননি যাত্রীরা!

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কিন্তু কী হল সেই ট্রেনের? আজ এক মাস অতিক্রান্ত! তবুও শিয়ালদহ-রাণাঘাট লাইনে গড়ায়নি AC লোকালের চাকা, বদলে রাণাঘাট কারশেডে পড়ে পড়ে ধুলোবালি খাচ্ছে ট্রেনটি। কিন্তু কেন? দেশের পূর্বাঞ্চলের প্রথম এসি রেক পাওয়ার পরও কেন এসি লোকাল পরিষেবা শুরু হল না পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে? উঠছে প্রশ্ন।

এসি লোকাল নিয়ে একাধিক সমস্যা

জানা যাচ্ছে, শিয়ালদহ থেকে রাণাঘাট লাইনে যে এসি লোকাল ট্রেনটি চালানোর কথা ছিল তা নিয়ে বর্তমানে একাধিক জটিলতায় পড়েছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই এসি লোকালের প্রতিটি কামড়ায় 4টি করে অটোমেটিক দরজা রয়েছে, যা মূলত মেট্রোর মতোই স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে এবং বন্ধ হয়ে যাবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সূত্রের খবর, শিয়ালদহ রাণাঘাট ডিভিশনে একসাথে এসি এবং নন-এসি ট্রেন চালানো বাণিজ্যিকভাবে সম্ভব নয় বলেই খবর। পূর্ব রেলের এক সূত্র বলছে, রাণাঘাট লোকালের মতো ওমন ভিড়ে এসি লোকালের অটোমেটিক দরজা বন্ধ করা যাবে কিনা তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে রেল কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, ভিড়ের মধ্যে এসি লোকালে দুর্ঘটনা ঘটলে তা এড়ানো যাবে কিনা তা নিয়েও যথেষ্ট আশঙ্কায় পূর্ব রেল।

শুধু কি তাই? সূত্রের খবর, স্বয়ংক্রিয় দরজার পাশাপাশি শিয়ালদহ-রাণাঘাট লাইনে এসি লোকাল চালানোর ক্ষেত্রে ভাড়া নিয়ে ভাবতে হচ্ছে পূর্ব রেলকে.. বলে রাখি, লোকাল ট্রেনে এসি চালানোর জন্য ভারতীয় রেলের স্ট্যান্ডার্ড ফেয়ার অ্যাক্ট অনুযায়ী সাধারণ ট্রেন এবং এসি লোকালের মধ্যে ভাড়ার ক্ষেত্রে অনেকটাই পার্থক্য তৈরি হচ্ছে। সাধারণত শিয়ালদহ থেকে 10 কিলোমিটার পর্যন্ত লোকাল ট্রেনের ভাড়া যেখানে 5 টাকা, এসি লোকালের ক্ষেত্রে সেই ভাড়াটাই বেড়ে দাঁড়াবে 29 টাকায়।

একইভাবে 15 কিলোমিটার পর্যন্ত সাধারণ লোকাল ট্রেনে ভাড়া যেখানে ওই 5 টাকা, এসি ট্রেনে আবার সেই ভাড়া 37 টাকা! কাজেই দূরত্ব যত বাড়বে সাধারণ ট্রেনের সাথে ভাড়ার ফারাকও ততটাই স্পষ্ট হবে এসি লোকালের ক্ষেত্রে। পূর্ব রেল চিন্তা করছে, হয়তো এত বেশি ভাড়া যাত্রীদের মধ্যে অনেকেই বহন করতে পারবেন না।

তাছাড়াও সবচেয়ে বড় কথা, কমার্শিয়াল লগ লিস্টে এসি লোকাল চলার সময় সাধারণ লোকাল ট্রেনও পাবে না যাত্রীরা। সূত্রের খবর, এসি লোকালের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির বিষয়টি আগামী দিনে নিম্নবিত্ত যাত্রীদের অসন্তোষের কারণ হয়ে উঠবে না তো? এমন একাধিক সমস্যার কথা মাথায় রেখেই এখনও পর্যন্ত গড়ায়নি, শিয়ালদহ-রানাঘাট এসি লোকালের চাকা। ঠিক কবে থেকে পাকাপাকিভাবে শুরু হবে এসি ট্রেনের যাত্রা, তা নিয়েও মুখ খুলছেন না পূর্ব রেলের কর্তারা। আদৌ শুরু হবে তো এসি লোকাল পরিষেবা? সে উত্তরও অধরা।

অবশ্যই পড়ুন: ডুরান্ড কাপে কবে কবে খেলা ইস্টবেঙ্গল, মোহনবাগানের? প্রকাশিত হল সূচি

উল্লেখ্য, শিয়ালদহ ডিভিশনে এসি লোকাল চালানোর ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রীদের অসন্তোষের বিষয়গুলির পাশাপাশি এসি লোকাল ট্রেন চালানোর আগে ট্রেনের ভেতরে রক্ষণাবেক্ষণের জন্য কর্মী নিয়োগ প্রয়োজন। সাধারণত একজন যোগ্য কর্মীকে প্রশিক্ষণ দিয়ে তবেই এই কাজের জন্য নিয়োগ করে রেল। কিন্তু সে বিষয়েও কোনও সিদ্ধান্ত হয়নি। কাজেই সব মিলিয়ে, শিয়ালদহ ডিভিশনে এসি লোকাল পৌছলেও কবে থেকে তার যাত্রা শুরু হবে, সেই উত্তর আপাতত নেই কারোর কাছেই।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group