ভোকাট্টা চিন! আমেরিকার শুল্কনীতির লাভের গুড় খাচ্ছেন মুকেশ আম্বানি

Published on:

Mukesh Ambani

সৌভিক মুখার্জী, কলকাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিন বিরোধী বাণিজ্য যুদ্ধ এখন গোটা বিশ্বজুড়ে উত্তেজনার প্রধান কারণ। আর ঠিক তখনই ভারতের শিল্পপতির সামনে বিরাট সুযোগ। হ্যাঁ, মুকেশ আম্বানি (Mukesh Ambani) এবার খেলা ঘোরাতে চলেছে! জানা যাচ্ছে, আমেরিকা থেকে যে সমস্ত গ্যাসবাহী জাহাজ চিনের দিকে আসত, সেগুলি এবার ভারতের দিকে ঘুরছে। 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কারণ গুজরাটের দাহেজে আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ইথেন টার্মিনাল এবার রিফিউজড মার্কিন জাহাজের সবথেকে বড় গন্তব্য হয়ে উঠেছে। STL Qianjiang নামের একটি গ্যাসবাহী জাহাজ ইতিমধ্যেই সেই পথে মোড় নিয়েছে বলে খবর। আর এখন সেদিকেই তাকিয়ে রয়েছে মুকেশ আম্বানি। 

ট্রাম্পের চিন বিরোধী ইঙ্গিতে আসল লাভ ভারতের?

মার্কিন বাণিজ্য নীতিতে ট্রাম্প যখন চিনের উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছিল, তখন ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে ইথেন। হ্যাঁ, প্লাস্টিক পণ্যের মূল উপাদান ইথিলিন তৈরি করতে প্রয়োজন পরে ইথেনের। আর এই গ্যাস রিলায়েন্স বহু আগে থেকেই আমেরিকা থেকে আমদানি করা শুরু করেছিল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

2017 সালে রিলায়েন্স তৈরি করেছিল ইথেন ক্র্যাকিং প্লান্ট। আর এটি ছিল প্রথম এই ধরনের পরিকল্পিত সবথেকে বড় প্রকল্প। তখন হয়তো অনেকেই পরিকল্পনার গুরুত্ব বুঝতে পারেনি। তবে আজ সেই প্রকল্পই হয়ে উঠেছে ভারতের শিল্পখাতে সবথেকে বড় হাতিয়ার।

ইথানের মাধ্যমেই বাজিমাত আম্বানির

জানিয়ে রাখি, ভারতের অধিকাংশ পেট্রোকেমিক্যাল শিল্প এতদিন ন্যাপথার উপরে নির্ভর করত। আর এটি মূলত অপরিশোধিত তেল থেকেই তৈরি হয়। তবে ন্যাপথা থেকে ইথিলিন তৈরির ক্ষমতা মাত্র 30%। আর সেখানে দাঁড়িয়ে ইথেনের থেকে এই হার 80%-এর বেশি। পাশাপাশি খরচের দিক থেকেও ইথেন অনেকটা সস্তা।

আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত সরকারের নয়া জ্বালানি নীতির যখন ক্লিন ফুয়েল, বায়ো-ইথানল, সিএনজি বা বৈদ্যুতিক গাড়ির দিকে চোখ পড়ছে, ঠিক তখনই নেপথ্যার ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। আর এই সুযোগে ইথেনের হাত ধরে বাজিমাত করছে মুকেশ আম্বানি।

আরও পড়ুনঃ বদলে যাবে টাটা গ্রুপের ভবিষ্যৎ! বিরাট পদক্ষেপ নিলেন রতন টাটার সৎ ভাই

ভারতীয় কোম্পানির নতুন পরিকল্পনা

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ইতিমধ্যেই ছয়টি ইথেন প্ল্যান্টের মালিক। আর সেখানে ওএনজিসি এবং গেইল সেই পথে এখনো হাঁটতেই পারেনি। ওএনজিসি সম্প্রতি একটি চুক্তির পথে হাঁটছে বলে খবর পাওয়া যাচ্ছে। এমনকি গুজরাটে আরও একটি ইথেন প্ল্যান্টের জন্য 100 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন বসানোর কাজ চলছে।

কাতার এনার্জি তাদের নতুন গ্যাস সরবরাহের চুক্তি সম্বন্ধে জানিয়েছে, এখন থেকে তারা শুধুমাত্র লিন গ্যাস পাঠাবে। আর ভারত চাইলে ইথেন আলাদাভাবে দাম দিয়েই কিনতে হবে। অর্থাৎ, ইথেন এখন আর সস্তায় ফেলে দেওয়ার গ্যাস নয়, বরং ভারতের জন্য বহু মূল্যবান সম্পদ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group