সৌভিক মুখার্জী, কলকাতা: আর্থিক অভাব যেন শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের পিছিয়ে না দেয়, তার জন্য পশ্চিমবঙ্গ সরকার একাধিক স্কলারশিপ চালু করে রেখেছে। আর তার মধ্যে অন্যতম হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ, পোস্ট মেট্রিক মেরিটকাম স্কলারশিপ ইত্যাদি।
তবে এবার ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের (SVMCM Scholarship) আবেদনের সময় সীমা বাড়ানো হল। তবে আবেদনের শেষ তারিখ কবে এবং কীভাবেই বা আবেদন করবেন? চলুন জানিয়ে দিচ্ছি আজকের প্রতিবেদনে।
বাড়ানো হল ঐক্যশ্রী স্কলারশিপের সময় সীমা
জানিয়ে রাখি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বিকাশ ভবন সম্পর্কে এখনও কোনো আপডেট আসেনি। তবে ঐক্যশ্রী পোর্টালে নতুন করে আবেদন চলছে। আর এবার শেষ সময় সময় দেওয়া হয়েছে 15 জুলাই, 2025। অর্থাৎ, 15 জুলাইয়ের মধ্যে ছাত্রছাত্রীরা যারা এখনো আবেদন করেনি, তারা আবেদন সেরে নিতে পারবে।
তবে অনেক ছাত্র-ছাত্রীরা অভিযোগ করছে যে, বিকাশ ভবন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা ঢুকছে না। কিন্তু সম্প্রতি কিছু কিছু ফান্ড এসেছে বলে আপডেট পাওয়া যাচ্ছে। এমনকি জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা ঢুকতে শুরু করেছে। তবে হ্যাঁ, আগের বছরের টাকা বা আবেদন পদ্ধতি এখনো সম্পন্ন না হলে নতুন করে আবেদন করা হবে না। আর আবেদনের তারিখ সম্পর্কেও কিছু জানানো হয়নি।
তবে এক্ষেত্রে বলে রাখি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেতে গেলে অবশ্যই আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হয় এবং শেষ পরীক্ষায় নূন্যতম 60% নম্বর পেতে হয়। পাশাপাশি পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার বেশি হলে চলে না এবং অন্য কোনও সরকারি স্কলারশিপের সুবিধা পেলে এই স্কলারশিপ পাওয়া যায় না।
মূলত কোর্স অনুযায়ী প্রতি মাসে 1000 টাকা থেকে শুরু করে 8000 টাকা পর্যন্ত এই স্কলারশিপে স্টাইপেন্ড দেওয়া হয়। অর্থাৎ, বছরে মোটামুটি 96,000 টাকা পর্যন্ত দাঁড়ায়। কলা এবং বাণিজ্য বিভাগের ক্ষেত্রে 12,000 টাকা, বিজ্ঞান বিভাগের জন্য 18,000 টাকা এবং বিভিন্ন পেশাগত কোর্সের জন্য 60,000 টাকা করে আর্থিক সহায়তা মেলে। আর এই স্কলারশিপে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয় SVMCM পোর্টালের মাধ্যমে।
আরও পড়ুনঃ সবচেয়ে সস্তার ৭-সিটার, ২৭ কিমি মাইলেজ! বাজারে মুখ থুবড়ে পড়ছে মারুতির এই গাড়ি
কাদের জন্য গুরুত্বপূর্ণ এই আপডেট?
মূলত সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই বিশেষ আপডেট, যারা আগের বছরে আবেদন করার সময় কোনোরকম ভুল ত্রুটি করেছিল এবং তা সংশোধন করতে চায়। পাশাপাশি আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলেও তা এই সময়সীমার মধ্যে মিটিয়ে নেওয়া যাবে। জানিয়ে রাখি, খুব শীঘ্রই এই স্কলারশিপের ফান্ড ছেড়ে দেওয়া হবে। তাই ছাত্র-ছাত্রীদের হাতে গোনা কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। তবে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে কিনা সেদিকে নজর রাখবেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |