পেনশনের সঙ্গে মিলবে মোটা রিটার্ন! বৃদ্ধ বয়সে ভরসার লাঠি হবে এই দুই সরকারি স্কিম

Published on:

Indira Gandhi Pyari Behna Sukh Samman Nidhi Indian Money Pension Scheme,

সহেলি মিত্র, কলকাতাঃ বৃদ্ধ বয়সে টাকার জোগাড় হবে কীভাবে? এই চিন্তা বহু মানুষকে কুঁড়ে কুঁড়ে খায়। যারা সরকারি চাকরি করেন তাঁদের হয়তো ঠিক আছে, কিন্তু যারা বেসরকারি সংগঠন বা অন্য কোনও পেশায় চাকরি করেন তাঁদের চিন্তার শেষ নেই। তবে এবার আপনার সেই সমস্যা দূর করতে কেন্দ্রীয় সরকার এমন কিছু প্রকল্প নিয়ে এসেছে যেখানে আবেদন করলে আপনি অনায়াসেই বুড়ো বয়সে গিয়ে মোটা টাকা পেতে পারেন। কোনও স্কিমে আপনি মাসিক প্রায় ১০,০০০ তো আবার কোথাও ৫০০০ টাকা অবধি পেয়ে যাবেন। আজ আলোচনা করা হবে সরকারের দুটি সুপারহিট স্কিম প্রধানমন্ত্রী বন্দনা যোজনা ও অটল পেনশন যোজনা নিয়ে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

প্রধানমন্ত্রী বন্দনা যোজনা

প্রধানমন্ত্রী বন্দনা যোজনা প্রথম চালু হয় ২০১৭ সালে। ৭০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকরা ভারত সরকারের এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। এই স্কিমটি এলআইসির তরফে চালানো হচ্ছে। এই প্রকল্পের সুবিধাভোগী বয়স্ক ব্যক্তিদের সর্বোচ্চ ১০ বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হবে। PMVVY প্রাথমিকভাবে বার্ষিক ৭.৪০% সুদের হার প্রদান করবে যা পরবর্তীতে প্রতি বছর নির্ধারণ করা হবে। বিনিয়োগের উপর নির্ভর করে, নাগরিকরা প্রতি মাসে ১০০০ টাকা থেকে ৯২৫০ টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন।
সাধারণ বীমা পরিকল্পনা এবং মেয়াদী বীমা পরিকল্পনার উপর ১৮% জিএসটি ধার্য করা হয়, তবে এই পরিকল্পনায় জিএসটি ছাড় পাওয়া যায়।

এই পলিসি কেনার পর যদি কোনও ব্যক্তি সন্তুষ্ট না হন, তাহলে তিনি ১৫ দিনের মধ্যে এটি ফেরত দিতে পারবেন। পলিসি ফেরত দেওয়ার সময় কারণও উল্লেখ করতে হবে। নিয়ম অনুসারে, গ্রাহকও ফেরত পাবেন। ৩টি সফল পলিসি বছর সম্পন্ন করার পর, ব্যক্তিরা প্রধানমন্ত্রী বয়ঃ বন্দনা যোজনা বিনিয়োগের বিপরীতে ঋণ পেতে পারেন। এই প্রকল্পের জন্য আবেদন করতে হলে আপনাকে LIC-র ওয়েবসাইট কিংবা আপনার নিকটবর্তী এলআইসি অফিসে গিয়ে আবেদন জানাতে পারেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অটল পেনশন যোজনা

এই প্রকল্পটি বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য আনা হয়েছে। ১৮ থেকে ৪০ বছর বয়সী ব্যক্তিরা এতে যোগ দিতে পারবেন। যত তাড়াতাড়ি আপনি এতে যোগদান করবেন, প্রিমিয়াম তত কম হবে এবং সুবিধা তত বেশি হবে। এই প্রকল্পের আওতায়, ৬০ বছর বয়সের পরে, একজন ব্যক্তি মাসিক ১,০০০ থেকে ৫,০০০ টাকা পেনশন পাবেন। বিনিয়োগকারী এবং সরকার উভয়ই এতে অবদান রাখেন। এটি একটি সরকারি পেনশন স্কিম, তাই ভারত সরকার এতে প্রাপ্ত পেনশনের সম্পূর্ণ গ্যারান্টি নেয়। ফলে আপনার টাকা সম্পূর্ণ নিরাপদ। আপনি যত কম বয়সে বিনিয়োগ শুরু করবেন, আপনার মাসিক অবদান তত কম হবে।

আরও পড়ুনঃ ‘OBC বাতিল, এবার EWS-এ ঢোকানো হচ্ছে মুসলিম!’ বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের

সবথেকে বড় কথা, আপনি আপনার প্রয়োজন অনুসারে ১০০০,২০০০,৩০০০,৪০০০ কিংবা ৫০০০ টাকার মাসিক পেনশন বেছে নিতে পারেন। অটল পেনশন যোজনায় করা বিনিয়োগ আয়কর আইনের ধারা 80CCD (1B) এর অধীনে ৫০,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত কর অব্যাহতি পাওয়ার যোগ্য। যদি পেনশনভোগী ৬০ বছর বয়সের পরে কোনও কারণে মারা যান, তাহলে তার পেনশনের পরিমাণ তার স্ত্রী/স্বামী দ্বারা অব্যাহত থাকবে। যদি উভয়েই মারা যান, তাহলে জমা করা সম্পূর্ণ কর্পাস মনোনীত ব্যক্তির কাছে ফেরত দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group