বিক্রম ব্যানার্জী, কলকাতা: কোনও রকম কার্ড ছাড়াই ATM থেকে তোলা যাবে কড়কড়ে নোট। না, বিষয়টা অবাক হওয়ার মতো কিছুই নয়। আসলে, যাঁরা কার্ড ছাড়া ATM থেকে টাকা তোলার বিষয়টিকে বেশি প্রাধান্য দেন, মূলত তাদের জন্যই এবার বিশেষ সুবিধা নিয়ে এসেছে ফিনটেক সংস্থা Slice।
আপাতত যা খবর, এবার থেকে টাকা তোলার জন্য আর কার্ড নিয়ে ATM মেশিনের সামনে দাঁড়াতে হবে না! কাছে স্মার্টফোন থাকলেই তুলতে পারবেন প্রয়োজনীয় অর্থ! কীভাবে সম্ভব হবে এসব? রইল বিস্তারিত।
কার্ড ছাড়াই ATM থেকে তুলতে পারবেন প্রয়োজনীয় অর্থ
এমন অনেক ক্ষেত্রেই হয়, তাড়াহুড়োর বসে ATM থেকে টাকা তুলতে গিয়ে পকেটে হাজার খোঁজাখুঁজি করলেও পাওয়া যায় না ATM কার্ড। আসলে ভুলে যাওয়ার বাতিক তো এখন সকলেরই। তাই বাড়িতে ফেলে আসা কার্ড নিতে ফিরে যাওয়া ছাড়া আর দ্বিতীয় বিকল্প থাকে না। তবে এবার থেকে আর সেই ঝক্কি পোহাতে হবে না।
সাধারণ মানুষের সুবিধার্থে এবার কার্ড ছাড়াই ATM থেকে টাকা তোলার উপায় বের করে ফেলেছে ফিনটেক সংস্থা Slice। জানা যাচ্ছে, ইতিমধ্যেই বেঙ্গালুরু শহরে বসানো হয়েছে UPI সুবিধা যুক্ত বিশেষ ATM। যা থেকে কার্ড ছাড়াই টাকা তুলতে পারবেন গ্রাহকরা। কিন্তু কীভাবে?
কীভাবে কার্ড ছাড়াই তোলা যাবে টাকা?
ফিনটেক সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, তারা যে ATM মেশিন বসানোর কাজ শুরু করেছে তা একেবারেই সাধারণ ATM নয়। এটি আসলে দেশের প্রথম UPI Powered ATM। সেই মর্মে ইতিমধ্যেই UPI Powered ব্যাঙ্কের শাখাও খুলে ফেলেছে সংস্থাটি। জানা যাচ্ছে ওই ব্যাঙ্ক থেকে নগদ লেনদেনের ক্ষেত্রে কোনও পাস বইয়ের প্রয়োজন হবে না। একেবারে ডিজিটাল পদ্ধতিতেই চলবে লেনদেন।
এবার আসা যাক কীভাবে ATM থেকে কার্ড ছাড়াই টাকা তোলা যাবে সে বিষয়ে। আসলে এই বিশেষ সুবিধা পাওয়া যাবে শুধুমাত্র Slice সংস্থার UPI Powered ATM মেশিনে। সেজন্য অবশ্য, ATM মেশিন থেকে QR কোড স্ক্যান করে নিজের স্মার্ট ফোন থেকে অ্যামাউন্ট বসিয়ে, সেই অর্থ ATM থেকে তুলে নিতে পারবেন।
অবশ্যই পড়ুন: কাঁদবে প্রতিপক্ষ, মোহনবাগানে খেলা বাঘা ফুটবলারকে দলে নিচ্ছে ইস্টবেঙ্গল!
উল্লেখ্য, Slice সংস্থার এমন কার্ডহীন ATM লেনদেনের পদক্ষেপ সম্পর্কে সংস্থাটির কার্যনির্বাহী কর্তা সতীশ কুমার জানিয়েছেন, ব্যাঙ্কিং সেক্টরে আমার অভিজ্ঞতা 40 বছরেরও বেশি। এই দীর্ঘ সময়ে আমি বহু পরিবর্তন দেখেছি। তবে আমার মনে হয়, Slice যে পদক্ষেপ নিয়েছে তা ব্যাঙ্কিং সেক্টরে একেবারে ঐতিহাসিক। এমন ঘটনা আগে কখনও ঘটেনি বলেই দাবি সতীশ বাবুর। এদিন ওই কর্তার শেষ সংযোজন ছিল, ATM এর পর আগামী দিনে ক্রেডিট কার্ডকেও UPI ভিত্তিক করে দেওয়ার জন্য যথাযথ পদক্ষেপ নিচ্ছি আমরা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |