টানা ৬-৭ মাস বন্ধ Wi-Fi পরিষেবা! কলকাতা বিমানবন্দরে চরম সমস্যা

Published on:

Kolkata Airport

প্রীতি পোদ্দার, কলকাতা: রেলস্টেশন হোক কিংবা বিমানবন্দর, যাত্রীদের যোগাযোগ ব্যবস্থা মসৃণ রাখতে Wi-Fi পরিষেবা দেওয়া হয়ে থাকে। কিন্তু এবার সেই ওয়াইফাই পরিষেবা নিয়ে তৈরি হল যাত্রী বিভ্রাট। টানা ৬-৭ মাস ধরে কলকাতা বিমানবন্দরে বন্ধ Wi-Fi পরিষেবা। রীতিমত গোলকধাঁধায় পড়ে গিয়েছে যাত্রীরা। গোটা ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন বিমান কর্তৃপক্ষ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

Wi-Fi ব্যবস্থা বিমানবন্দরে!

জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দরে অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক উড়ান মিলে প্রতিদিনই প্রায় ৫৫ থেকে ৬০ হাজার যাত্রী যাতায়াত করেন। যাঁর মধ্যে একটা বড় অংশ অন্তর্দেশীয় উড়ানের। তাই তাঁদের ইন্টারনেট পরিষেবা নিয়ে কোনো সমস্যা হয় না।

কিন্তু, অন্য দেশ থেকে আসা যাত্রীদের সকলের মোবাইলে আন্তর্জাতিক রোমিং পরিষেবা চালু না থাকায় তাই প্রত্যেকটি বিমানবন্দরের মত এই বিমানবন্দরেও Wi-Fi ব্যবস্থা করা হয়। কিন্তু এবার সেই Wi-Fi ব্যবস্থা নিয়ে বেশ সমস্যায় পড়েছে যাত্রীরা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

৬ মাস ধরে বন্ধ Wi-Fi ব্যবস্থা!

টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, গত বছর অর্থাৎ ২০২৪ এর নভেম্বর মাস থেকে বিমানবন্দরে Wi-Fi পরিষেবা বন্ধ হয়ে রয়েছে। যার জেরে যাত্রীদের মধ্যে অনেকেরই ফোনে কানেকশন ইস্যু হচ্ছে। সেক্ষেত্রে দেশীয় যাত্রীদের, খুব একটা সমস্যা না হলেও, রীতিমতো নাজেহাল দশা হচ্ছে বিদেশ থেকে আগত যাত্রীদের। কারণ তাঁদের অন্য দেশ থেকে আসার ফলে কাজ করছে না সিম। তার মধ্যে নেই Wi-Fi। যার জেরে ব্যাপক সমস্যায় বিদেশি যাত্রীরা।

আরও পড়ুন: ভোলবদল রেলের! বাতিল ২৫ শতাংশের নিয়ম, ওয়েটিং লিস্ট নিয়ে বিরাট সিদ্ধান্ত

সমস্যায় পড়েছেন যাত্রীরা

তার উপর বিদেশ থেকে আগত যাত্রীরা যে স্থানীয় সিম কার্ড মোবাইলে পুরে ইন্টারনেট ব্যবহার করবে তারও উপায় নেই। কারণ কলকাতা বিমানবন্দরে সেই দোকানও নেই। এদিকে ওয়াইফাই চালু করার জন্য বারবার অভিযোগ জানানো হলেও তেমন সাড়া মেলেনি। তবে কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রয়োজনীয় তৎপরতা চলছে।

সম্প্রতি ব্রিটেন থেকে কলকাতায় ফেরা এক পড়ুয়া অঙ্কুর উপাধ্যায় জানিয়েছেন যে, ‘কলকাতা বিমানবন্দরে নামার পর দেখি Wi-Fi পরিষেবা বন্ধ। যার জেরে না আমি নিজের আগাম বুকিং করা হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারি। খুব সমস্যা হচ্ছে।”

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group