৪১ হাজার টাকায় বিক্রি হল পদ্মার চারটে ইলিশ

Published on:

padma river ilish

সহেলি মিত্র, কলকাতাঃ ফের একবার সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মৎস্যজীবীদের জালে উঠল পদ্মার ইলিশ। আর সেই মাছ বাজারে যে দামে বিক্রি হল সেই অঙ্ক শুনলে আপনিও হয়তো আঁতকে উঠবেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এমনিতে এখন বর্ষাকাল চলছে। মেঘলা আকাশ, বৃষ্টি যেন থামারই নাম নিচ্ছে না। এহেন পরিস্থিতিতে দুপুরে খাবার পাতে যদি এক-দু’টুকরো ইলিশের পিস পড়ে তাহলে তো একদম সোনায় সোহাগা। আপনিও কি পদ্মার ইলিশ খাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

জালে উঠল পদ্মার ইলিশ

যারা ওপার বাংলায় অর্থাৎ বাংলাদেশে থাকেন তাঁদের এখন এক কথায় পোয়া বারো। তাঁরা এখন পদ্মার ইলিশ খেতে পারছেন। তবে এপার বাংলার ইলিশ প্রেমীদের ভাগ্যের শিকে কবে ছিঁড়বে সেই নিয়ে উঠছে প্রশ্ন। যাইহোক, বাংলাদেশের ফরিদপুর-গোয়ালন্দের মাঝামাঝি কবিরপুর এলাকায় এক মৎস্যজীবীর জালে পদ্মার ৭ কেজি ৯০০ গ্রামের ৪টি ইলিশ ধরা পড়েছে। আর সেই ইলিশ মাছটি যে কত টাকায় বিক্রি হতে পারে তা হয়তো আপনার ধারণারও বাইরে। এই মাছ দেখতে বাজারে রীতিমতো ভিড় জমে গিয়েছিল।

আরও পড়ুনঃ দামে বিরাট ফারাক! ভারতের থেকেও পেট্রোল সস্তা পাকিস্তান, বাংলাদেশে! জানুন আসল কারণ

সেই মৎস্যজীবী রাজবাড়ীর গোয়ালন্দের মাছের আড়ৎ-এ পাঠান। এরপর সেখান থেকে মাছ ৪টি মাছ এক ধাক্কায় ৪১ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই দিনের আলোর মতো সত্যি। কবির মোল্লা নামের এক মৎস্যজীবীর জালে পেল্লাই সাইজের ৪টি ইলিশ মাছ ধরা পড়ে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

পদ্মার ইলিশের দাম উঠল ৪১ হাজার টাকা!

জানা গিয়েছে, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া শাকিল সোহান মৎস্য আড়ত পদ্মার ৭ কেজি ৯০০ গ্রামের ৪টি ইলিশ প্রথমে ৫ হাজার টাকা দরে ৩৯,৫০০ টাকায় কিনে। পরে তা এই খবর সামাজিক মাধ্যমে বিদ্যুতের গতিতে ভাইরাল হয়ে পরলে শ্রীমঙ্গলের লন্ডন প্রবাসী এক শৌখিন মাছ ক্রেতার কাছে ৫২০০ টাকা দরে ওই মাছগুলি ৪১ হাজার টাকায় কিনে নেন।

শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘ভোর রাতে আমার এক আত্মীয়ের মাধ্যমে খবর পাই ফরিদপুর-গোয়ালন্দের মাঝামাঝি কবিরপুর এলাকায় জেলে কবির মোল্লার জালে বড় ৪টি ইলিশ মাছ ধরা পড়েছে। পরে ওজন দিয়ে জানা যায় মাছ ৪টির ওজন ৭ কেজি ৯০০ গ্রাম। পরে তার সঙ্গে দামদর করে পাঁচ হাজার টাকা কেজি দরে কিনে নেই। এরপর বিভিন্ন জায়গায় যোগাযোগ করে লন্ডন প্রবাসী একজন তার পরিবারের জন্য ৫২০০ টাকা দরে ৪১ হাজার টাকায় তা কিনে নেন।’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group