২০২৫ সালে কবে পড়ছে বিশ্বকর্মা পুজো? দেখুন দিনক্ষণ, তিথি-নক্ষত্র এবং নিয়মকানুন

Published on:

Vishwakarma Puja 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: বছরের এই দিনটিতে সকাল হতেই কারখানা চত্বর থেকে শুরু করে বিভিন্ন ছোট-বড় দোকান সুসজ্জিত হয়ে ওঠে। আয়োজন করা হয় পূজার। এইদিন সমস্ত মেশিন বন্ধ থাকে এবং কর্মীদের মধ্যেও দেখা যায় অন্যরকম ব্যস্ততা। কারণ দিনটি শুধুমাত্র কাজের নয়, বরং কৃতজ্ঞতা ও আরাধনারও। আর এই দিনটাকে তাকেই স্মরণ করা হয়, যিনি কাজকে ধর্মে রূপ দিয়েছেন। হ্যাঁ, আমরা বলছি বিশ্বকর্মা পূজার (Vishwakarma Puja 2025) কথা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কে এই বিশ্বকর্মা?

সনাতন ধর্মে কথিত রয়েছে, বিশ্বকর্মা হলেন বিশ্বের প্রথম স্থপতি, প্রকৌশলী এবং কারিগর। বিশ্বাস করা হয়, তিনিই ব্রহ্মাদেবের সপ্তম পুত্র এবং পৃথিবীর সমস্ত নির্মাণকার্য তার দ্বারাই সম্ভব হয়েছে। মন্দির থেকে শুরু করে মহাসড়ক, পাথরের মূর্তি থেকে শুরু করে সমস্ত আধুনিক যুগের যন্ত্রপাতি, সবকিছুতেই রয়েছে বিশ্বকর্মার হাত। 

এবছর কবে পড়ছে বিশ্বকর্মা পূজা? | Vishwakarma Puja 2025 Date And Time |

পঞ্জিকা বলছে, এবছর অর্থাৎ 2025 সালে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হবে 17 সেপ্টেম্বর 2025, বুধবার। আর এই দিনটিকে কন্যা সংক্রান্তি উপলক্ষেও পালন করা হয়। বলে রাখি, বিশ্বকর্মা পূজার সংক্রান্তি শুরু হচ্ছে রাত 1:55 মিনিট থেকে। অর্থাৎ, সারাদিন পূজার নিয়ম থাকছে। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বিশ্বকর্মা পূজার গুরুত্ব কোথায়?

বিশ্বকর্মা পূজার মূল মন্ত্র হল কর্মই ধর্ম। বিশেষ করে শিল্প, নির্মাণ বা প্রযুক্তি উৎপাদনের সঙ্গে যুক্ত মানুষরা এই দিন সমস্ত যন্ত্রপাতি ও উপকরণগুলিকে বন্ধ রাখে এবং সেগুলোর পূজা করে। তারা বিশ্বাস করেন, এই পুজো সফলতা, ব্যবসায় উন্নতি এবং দুর্ঘটনামুক্ত পরিবেশ এনে দেয়। কারখানা থেকে ছোট দোকান, প্রতিটি কোনায় কোনায় এদিন শঙ্খধ্বনি বেজে ওঠে। 

বিশ্বকর্মা পূজার নিয়ম কানুন

বিশ্বকর্মা পুজোর দিন খুব ভোরে উঠে স্নান করে প্রথমে নিজের কারখানা, দোকান বা কর্মক্ষেত্রকে ভালো করে পরিষ্কার করে ধুতে হয়। এরপর যে সমস্ত যন্ত্র বা সরঞ্জাম প্রতিদিন কাজে লাগে, সেগুলোকেও পরিষ্কার করে ধুতে হয়। শুধু তাই নয়, সাইকেল থেকে শুরু করে মোটরসাইকেল বা বিভিন্ন যানবাহনকেও এদিন ধুয়ে পুজো করা হয়।

আরও পড়ুনঃ বাড়ানো হল স্বামী বিবেকানন্দ, ঐক্যশ্রী স্কলারশিপের সময়সীমা! লাস্ট ডেট কবে দেখে নিন

বিষ্ণু ধ্যান করে এদিন পুজো শুরু করতে হয় বলে কথিত রয়েছে হিন্দু ধর্মে। এর পাশাপাশি ধূপ, প্রদীপ, ফুল, চিঁড়েমুড়ি এবং নানারকম উপকরণ ঠাকুরকে অর্পণ করতে হয়। আর শেষে বিশ্বকর্মার আরতি করে প্রসাদ বিতরণ করতে হয়। অনেক জায়গায় এদিন ভজন উৎসব বা কীর্তনেরও আয়োজন করা হয়।

জানিয়ে রাখি, বর্তমানে বিশ্বকর্মা পুজো মূলত পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খন্ড, আসাম ও উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে পালন করা হয়। স্কুল-কলেজ, অফিস, এমনকি কিছু বাড়িতেও এই পুজো অনেকে করে থাকে। তবে সবথেকে বড় আকারে এটি পালিত হয় কলকারখানা বা ছোট ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠানে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group