সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই ব্যবসার দিকে পা বাড়াতে চলেছে। তবে কম খরচে কোন ব্যবসা (Business Idea) শুরু করলে মোটা অংকের লাভ হয়, তা অনেকেই জানে না। কিন্তু ভয়ের কোনও কারণ নেই। কারণ কম পুঁজি, আর কম ঝুঁকি নিয়েও এমন কিছু ব্যবসা রয়েছে, যেগুলি থেকে মাস গেলে প্রায় 30-40 হাজার টাকা হামেশাই আয় করা যায়। তো চলুন বিস্তারিত জেনে নিই সেই ব্যবসাগুলো সম্পর্কে।
খাবার ও পানীয় ব্যবসা
ভারতের মানুষজন বেশিরভাগই খাবার প্রেমিক। আর এখানেই আপনি বাজিমাত করতে পারেন। কারণ চায়ের দোকান থেকে শুরু করে হোম কিচেন, খাবারের ব্যবসা সবসময়ই লাভজনক। প্রথমে বাড়ি থেকে টিফিন পরিষেবা শুরু করতে পারেন। পাশাপাশি অফিস পাড়া, কলেজ চত্বর কিংবা মার্কেটে এলাকায় ছোটখাটো ফুড স্টল খুলতে পারেন। এমনকি চায়ের দোকান হলেও চলবে। কারণ সকাল এবং সন্ধ্যায় চায়ের দোকানে পা ফেলার জায়গা থাকে না। পাশাপাশি ফুড কোয়ালিটি ঠিক রাখলে ব্যান্ড ভ্যালুও বাড়বে এবং আর পিছনে ফিরে তাকাতে হবে না।
সিজনাল ব্যবসা
দেশে বছরভর উৎসব লেগেই থাকে। আর সেই সঙ্গে উৎসবে বিভিন্ন পণ্যের চাহিদাও বাড়ে। হোলিতে যেমন রং, ফিচকিরি, দীপাবলিতে আলো, মোমবাতি, ঘর শয্যার সামগ্রী, দুর্গা পূজোয় জামা কাপড়, গয়না, ইত্যাদির চাহিদা একেবারে আকাশ ছোঁয়া থাকে। সিজনের সময় জিনিসপত্র স্টকে নিয়ে খুব অল্প সময়ের মধ্যেই মোটা অংকের লাভে তা বিক্রি করা যায়। তাই আজই শুরু করতে পারেন সিজনাল ব্যবসা এবং ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারেন।
আরও পড়ুনঃ অনিল আম্বানির প্রাণ ভোমরা, দেউলিয়া হলেও করেননি বিক্রি! দাম কয়েক হাজার কোটি
হ্যান্ডমেড পণ্যের ব্যবসা
আজকের দিনে দাঁড়িয়ে সবাই ইউনিক আইডিয়া খোজে। তাই হ্যান্ডমেড বা হস্তশিল্প পণ্যের কদর এখন সবথেকে বেশি। যদি হাতের কাজের দক্ষতা থাকে, তাহলে হ্যান্ডমেড জুয়েলারি বা হোম ডেকোর বা হস্তশিল্প পণ্য বানিয়ে বিক্রি করতে পারেন। আর এগুলো সোশ্যাল মিডিয়া বা ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রি করতে পারেন। কারণ ঘরে বসেই কম পুঁজি দিয়ে এই ব্যবসায় মাস গেলে মোটা অংকের টাকা পকেটে ঢুকবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |