বৃষ্টির কবলে পড়ে পিছিয়ে গেল ইস্টবেঙ্গলের ম্যাচ, কবে গড়াবে?

Published on:

East Bengal Calcutta Football League match postponed due to rain

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রবল বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে মঙ্গলবার ভেস্তে যায় ইস্টবেঙ্গল বনাম বেহালা SS স্পোর্টিংয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ। গতকাল ম্যাচটি ব্যারাকপুর স্টেডিয়ামে হওয়ার কথা ছিল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তবে শেষ পর্যন্ত বর্ষা তার রুদ্রমূর্তি ধারণ করায়, ম্যাচ শুরুর আগেই আইএফের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় প্রতিকূল আবহাওয়াকে সামনে রেখে ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। কাজেই স্বাভাবিকভাবেই বৃষ্টির বাগড়ায় জলে যায় লাল হলুদ বনাম বেহালা SS স্পোটিংয়ের খেলা। সূত্রের খবর, ম্যাচটি বাতিল না হলেও পিছিয়ে গিয়েছে।

ফের কবে গড়াবে লাল হলুদের এই ম্যাচ?

আপাতত যা খবর, শহরজুড়ে বৃষ্টির পূর্বাভাস ও খারাপ আবহাওয়ার কারণে ইস্টবেঙ্গল বনাম বেহালার ম্যাচটি অনেকটাই পিছিয়ে দেওয়া হয়েছে। তবে ঠিক কবে নাগাদ 8 জুলাইয়ের ম্যাচ আয়োজিত হবে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট নির্দেশিকা দেয়নি আইএফএ। তবে সূত্রের যা খবর, বর্ষার দাপুটে ইনিংস শেষ হলেই হয়তো আয়োজিত হতে পারে লাল হলুদের ঝুলতে থাকা ম্যাচ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ভেস্তে যায় আরও এক গুরুত্বপূর্ণ ম্যাচ

সোমবার গোটা দুপুর প্রবল বর্ষণে ইস্টবেঙ্গল বনাম বেহালা SS স্পোর্টিং ম্যাচের পাশাপাশি খারাপ আবহাওয়ার কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছিল কালীঘাট মিলন সংঘ বনাম মামণি গ্রুপ পাঠক্রমের ম্যাচ। গতকাল এই ম্যাচটি নৈহাটির স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। তবে লাল হলুদের মতোই ঠিক একই কারণে পিছিয়ে যায় এই দুই প্রতিদ্বন্দ্বীর কলকাতা ফুটবল লিগের ম্যাচ। তবে কবে তা হবে, সে বিষয়ে মেলেনি কোনও উত্তর।

অবশ্যই পড়ুন: আরও শক্তি বাড়াল নিম্নচাপ, ঘূর্ণাবর্ত! দক্ষিণবঙ্গের ৪ জেলায় প্রবল দুর্যোগ, আজকের আবহাওয়া

অনিশ্চয়তার মাঝেও হাওয়া গরম ইস্টবেঙ্গলের

ফেডারেশন ও FSDL-এর মধ্যে নতুন চুক্তি নিয়ে দীর্ঘ টানাপোড়েনের মাঝে অনিশ্চিত হয়ে পড়েছে ভারতের সবচেয়ে বড় ফুটবল লিগ ISL এর ভবিষ্যৎ। যদিও শোনা যাচ্ছে, ফেডারেশনের কার্যকর কমিটির সাথে কথা বলে হয়তো অস্থায়ী ভিত্তিতে চুক্তি বাড়াতে পারে FSDL। তবে সেসব নিয়ে জল ঘোলার মাঝেই হাওয়া গরম লাল হলুদ শিবিরে। বিগত বেশ কয়েকদিন ধরেই, ইস্টবেঙ্গলের সাথে জড়িয়ে উঠে আসছে বেশ কয়েকজন ফুটবলারের নাম।

যদিও ইতিমধ্যেই, মহম্মদ রশিদ, ব্রাজিলের মিগুয়েলদের নিশ্চিত করে ফেলেছে ইস্টবেঙ্গল। একপ্রকার চূড়ান্ত জয় গুপ্তাও। নজরে রয়েছেন আরও কয়েকজন দেশি-বিদেশি ফুটবলার। শুধু তাই নয়, সমস্ত জল্পনাকে ভেঙে লাল হলুদের খুঁটি পিভি বিষ্ণুর সাথে চুক্তি দীর্ঘায়িত করেছে মশাল ম্যানেজমেন্ট। একই পথ ধরে চুক্তি বেড়েছে শৌভিক চক্রবর্তীর সাথেও। কাজেই বলাই যায়, ISL নিয়ে অনিশ্চয়তা থাকলেও ইস্টবেঙ্গল কিন্তু তার ঘর গোছাতে এক ধাপও পিছিয়ে যায়নি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group